দু’টি আঁখি মোর অনুক্ষণ তোমার স্বপ্নে বিভোর
এক পলকেই মন ছুঁয়ে গেছে যে প্রেম আবীর,
আলো আঁধারে স্বপ্ন বুনে অন্তরে প্রাণভোমর
সেই প্রেমস্পর্শে হৃদয় ভিজে আজও নিরন্তর।।
দৃষ্টি জুড়ে আছো তুমি হৃদয় মাঝে চালাও সন্ত্রাস
তোমায় ছেড়ে বহুদূরে নির্জনে নিয়েছি বনবাস,
তবুও বোঝনি ? না বুঝেই কি করলে সর্বনাশ?
ব্যর্থ হয়েছি বোঝাতে তোমায় এ মনের উচ্ছ্বাস।
যে প্রেম এক পলকে জানিয়ে ছিলো আগমনী,
তা মনের অজান্তে কাঁদিয়ে যায় বিনিদ্র রজনী,
আজো হৃদয় মাঝে নিরন্তর হয়ে আছে সঞ্জীবনী
তবু না পাওয়ার বেদনায় টুটে গেছে দেহবন্ধনী।
হার মেনেছি জীবনের কাছে মনে জাগে ভয় গোধূলী রং মিশে,
যদি নিভে যায় নিভু নিভু প্রদীপ দমকা হাওয়া এসে
প্রাণ হারানোর ভয় নেই ভয় শুধু অপূর্ণাঙ্গতায় ভালোবাসা হবে নিঃশেষ।।