ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
লালপুরে খাদ্যবান্ধব কর্মসূচিতে চাল কম দেয়ার অভিযোগ হৃদরোগ ও স্ট্রোকে মৃত্যুহার কমাতে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লালপুরে ভেজাল গুড় ও অবৈধ আখ মাড়াই বিরোধী অভিযান রাঙামাটির উন্নয়নে সবার সহযোগিতা চাই: ডিসি নাজমা আশরাফী লক্ষীপুরে ৪ সাংবাদিকের মামলা তদন্তে উদ্বিগ্ন বিএমইউজে  ভেড়ামারায়  গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা ভেড়ামারায় পদ্মায়  নৌকা ডুবে ২ কৃষকের মৃত্যু রাজশাহীর জলিল বিশ্বাস মার্কেট ব্যবসায়ী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুষ্টিয়ার দৌলতপুরে শরীফ উদ্দিন জুয়েলের নির্দেশনায় হাসিনার ফাঁসিরদাবিতে বিক্ষোভ মিছিল লালপুরে বিএনপির নির্বাচনী প্রচার মিছিল

আলোকিত দৌলতপুর গড়ে তোলার লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি, সংস্কার এর পাশাপাশি নতুন রাস্তার তালিকা

কুষ্টিয়া -১ দৌলতপুর আসনের সংসদ সদস্য আঃ কাঃ মঃ সরওয়ার জাহান বাদশাহ্ এমপি।

আপনারা জানেন জাতীয় সংসদের অধিবেশনে উপস্থিত হওয়ার জন্য কিছুদিন আগে আমি ঢাকায় এসেছি। সংসদে উপস্থিত হওয়া ছাড়াও দৌলতপুরে উন্নয়নমুলক কাজ এগিয়ে নেয়ার জন্য ব্যস্ত সময় পার করছি। করোনা ভাইরাসের আক্রমণের কারণে আমাদের উন্নয়নে ধারার গতি তে কিছুটা বাধা পড়ে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা তখন প্রত্যেকটি কর্মহীন মানুষ কে সাহায্য করার দিকে সফল ভাবে মনযোগ দেই। যদিও এর মধ্যেই আমাদের কয়েক টি রাস্তার সংস্কার সম্পন্ন হয়েছে।

সেগুলো সম্পর্কে আরেকদিন আপনাদের জানাবো।  আমাদের প্রধানমন্ত্রী থেমে থাকার মানুষ নন। তার সুনজরে থাকায় আমরা পুনরায় নতুন উদ্যোমে কাজ শুরু করেছি। সেটার ধারাবাহিকতায় অনেক রাস্তার বাস্তবায়ন বের করে আনতে সফল হই।  আজ আনন্দের সাথে সে রাস্তা গুলো কোন কোন টা আপনাদের জানাচ্ছি।

উল্লেখ্য যে বহুল আলোচিত তারাগুনিয়া – বৈরাগীচর রাস্তাটির টেন্ডার এবং ওয়ার্ক অর্ডার আরো আগেই হয়েছে। বৃষ্টির প্রকোপ কমলেই সেটার কাজ শুরু হবে বলে ঠিকাদার পক্ষ আমাদের আশ্বস্ত করেছেন। সংস্কার এর পাশাপাশি নতুন পিচ হতে যাওয়া রাস্তার সমন্বিত তালিকা নিম্নরূপঃ

১. তারাগুনিয়া হাইস্কুল – শশীদরপুর
২. দৌলতপুর ( মুজা খা ঘর) – কাপড়পোড়া
৩. শেহালা বটতলা থেকে ডোলভিটা
৪. জয়রামপুর বাজার থেকে চকদিয়াড়
৫. প্রাগপুর রঘুনাথপুর
৬. বাহিরমাদি – পোয়ালবাড়িয়া
৭. বৈরাগীরচর হাট -সামসেরতলা মসজিদ
৮. মথুরাপুর – মহাদেবপুর
৯. মথুরাপুর উত্তর পাড়া সেকেন্দার বাড়ি – কালাম বাড়ি
১০. প্রাগপুর শহিদ কচি রোড
১১. টেকালা তরুন সংঘ ক্লাব – পূর্ব পাড়া মসজিদ রোড
১২. পাক্কুলা সরদারপাড়া – মালিথাপাড়া
১৩. মথুরাপুর বাজার – দরগাতলা
১৪. খলিসাকুন্ডি বক্কর বাড়ি – সালাম চেয়ারম্যান বাড়ী
১৫. সংগ্রামপুর- পাড়শিতলাই- লালনগর বাজার
১৬. রিফাইতপুর বিন্দিপাড়া- হরিণগাছি -হাসানপুর
১৭. মশাউড়া- আদাবাড়িয়া বাজার -মধুগাড়ি
১৮. ধর্মদহ হাট – সেলিম মেম্বারের বাড়ি – ধর্মদহ হাইস্কুল রোড
১৯. খলিশাকুন্ডি মিস্ত্রি পাড়া – বাশের উদ্দিন এর বাড়ি
২০ . বাঁধের বাজার – সদরঘাট – ইসলামপুর হাজির হাট

খুব দ্রুত ই এ রাস্তা গুলোর কাজ শুরু হবে। এছাড়া ও আরো অনেকগুলো রাস্তা প্রক্রিয়াধীন রয়েছে। দৌলতপুর কে আলোকিত দৌলতপুর গড়ে তোলার লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। বাংলাদেশ আওয়ামীলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা জনাব মাহবুব উল আলম হানিফ এম.পি এর পরামর্শ ক্রমে এবং আপনাদের সকলের সহযোগিতায় সবাই কে নিয়েই সে লক্ষ্যমাত্রায় আমরা পৌঁছাবো ইনশা -আল্লাহ্‌।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালপুরে খাদ্যবান্ধব কর্মসূচিতে চাল কম দেয়ার অভিযোগ

আলোকিত দৌলতপুর গড়ে তোলার লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি, সংস্কার এর পাশাপাশি নতুন রাস্তার তালিকা

আপডেট টাইম : ০৫:৫৪:২৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০

আপনারা জানেন জাতীয় সংসদের অধিবেশনে উপস্থিত হওয়ার জন্য কিছুদিন আগে আমি ঢাকায় এসেছি। সংসদে উপস্থিত হওয়া ছাড়াও দৌলতপুরে উন্নয়নমুলক কাজ এগিয়ে নেয়ার জন্য ব্যস্ত সময় পার করছি। করোনা ভাইরাসের আক্রমণের কারণে আমাদের উন্নয়নে ধারার গতি তে কিছুটা বাধা পড়ে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা তখন প্রত্যেকটি কর্মহীন মানুষ কে সাহায্য করার দিকে সফল ভাবে মনযোগ দেই। যদিও এর মধ্যেই আমাদের কয়েক টি রাস্তার সংস্কার সম্পন্ন হয়েছে।

সেগুলো সম্পর্কে আরেকদিন আপনাদের জানাবো।  আমাদের প্রধানমন্ত্রী থেমে থাকার মানুষ নন। তার সুনজরে থাকায় আমরা পুনরায় নতুন উদ্যোমে কাজ শুরু করেছি। সেটার ধারাবাহিকতায় অনেক রাস্তার বাস্তবায়ন বের করে আনতে সফল হই।  আজ আনন্দের সাথে সে রাস্তা গুলো কোন কোন টা আপনাদের জানাচ্ছি।

উল্লেখ্য যে বহুল আলোচিত তারাগুনিয়া – বৈরাগীচর রাস্তাটির টেন্ডার এবং ওয়ার্ক অর্ডার আরো আগেই হয়েছে। বৃষ্টির প্রকোপ কমলেই সেটার কাজ শুরু হবে বলে ঠিকাদার পক্ষ আমাদের আশ্বস্ত করেছেন। সংস্কার এর পাশাপাশি নতুন পিচ হতে যাওয়া রাস্তার সমন্বিত তালিকা নিম্নরূপঃ

১. তারাগুনিয়া হাইস্কুল – শশীদরপুর
২. দৌলতপুর ( মুজা খা ঘর) – কাপড়পোড়া
৩. শেহালা বটতলা থেকে ডোলভিটা
৪. জয়রামপুর বাজার থেকে চকদিয়াড়
৫. প্রাগপুর রঘুনাথপুর
৬. বাহিরমাদি – পোয়ালবাড়িয়া
৭. বৈরাগীরচর হাট -সামসেরতলা মসজিদ
৮. মথুরাপুর – মহাদেবপুর
৯. মথুরাপুর উত্তর পাড়া সেকেন্দার বাড়ি – কালাম বাড়ি
১০. প্রাগপুর শহিদ কচি রোড
১১. টেকালা তরুন সংঘ ক্লাব – পূর্ব পাড়া মসজিদ রোড
১২. পাক্কুলা সরদারপাড়া – মালিথাপাড়া
১৩. মথুরাপুর বাজার – দরগাতলা
১৪. খলিসাকুন্ডি বক্কর বাড়ি – সালাম চেয়ারম্যান বাড়ী
১৫. সংগ্রামপুর- পাড়শিতলাই- লালনগর বাজার
১৬. রিফাইতপুর বিন্দিপাড়া- হরিণগাছি -হাসানপুর
১৭. মশাউড়া- আদাবাড়িয়া বাজার -মধুগাড়ি
১৮. ধর্মদহ হাট – সেলিম মেম্বারের বাড়ি – ধর্মদহ হাইস্কুল রোড
১৯. খলিশাকুন্ডি মিস্ত্রি পাড়া – বাশের উদ্দিন এর বাড়ি
২০ . বাঁধের বাজার – সদরঘাট – ইসলামপুর হাজির হাট

খুব দ্রুত ই এ রাস্তা গুলোর কাজ শুরু হবে। এছাড়া ও আরো অনেকগুলো রাস্তা প্রক্রিয়াধীন রয়েছে। দৌলতপুর কে আলোকিত দৌলতপুর গড়ে তোলার লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। বাংলাদেশ আওয়ামীলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা জনাব মাহবুব উল আলম হানিফ এম.পি এর পরামর্শ ক্রমে এবং আপনাদের সকলের সহযোগিতায় সবাই কে নিয়েই সে লক্ষ্যমাত্রায় আমরা পৌঁছাবো ইনশা -আল্লাহ্‌।