1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
বোয়ালমারীতে বৌ নিয়ে মারামারির ঘটনায় ১৮ জনের নামে মামলা - dailynewsbangla
রবিবার, ১১ মে ২০২৫, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
হোমনায় স*ন্ত্রাসী হামলার প্রতিবাদে মানব বন্ধন, আসামীরা গ্রেফতার না হওয়ায় আতঙ্কিত ভিকটিমের পরিবার ভেড়ামারায়  ক্রিকেট ফাইনাল খেলা অনুষ্ঠিত লক্ষ্মীপুরের ছাত্র হত্যা মামলায় আ.লীগের ২১জন নেতাকর্মী গ্রেপ্তার  চাপাই সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে নারী কর্মকর্তাকে লাঞ্চিতের অভিযোগ কালের নতুন সংবাদ এর সম্পাদক খায়রুল ইসলাম এ-র জন্ম দিন আজ  বোয়ালমারীতে কলেজ ছাত্রীর আত্মহত্যা  বোয়ালমারীতে বিস্ফোরক মামলায় আ’লীগ স্বেচ্ছাসেবক লীগ যুবলীগের ৫ নেতা গ্রেপ্তার রাজশাহীতে অন্যায়ভাবে সাংবাদিককে জরিমানা করায় ন্যায় বিচার চেয়ে জেলা প্রশাসকের নিকট অভিযোগ বাগমারায় সাংবাদিককে জরিমানা করায় ইউএনও’র বিরুদ্ধে নিন্দা হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ

বোয়ালমারীতে বৌ নিয়ে মারামারির ঘটনায় ১৮ জনের নামে মামলা

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় বৌ নিয়ে মারামারির ঘটনায় বিপ্লব মন্ডল বাদি হয়ে পূর্বমোড়া গ্রামের রবিন বিশ্বাসকে (৩২) প্রধান আসামী ও  বিধান সাকারীকে (৪৫) ১০ নম্বর আসামী করে মামলা করেছেন। মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকালে বোয়ালমারী থানায় মামলাটি নথিভুক্ত করা হয়। তবে মামলায় এখন পর্যন্ত কোন আসামী গ্রেপ্তার হয়নি। মামলা নম্বর ১১।
মামলায় উল্লেখ করা হয়, আসামীদের সাথে বাদির দীর্ঘদিন ধরে গোলমাল মামলা চলে আসছে। গত সোমবার সকাল সাড়ে ৮টার দিকে রতন মন্ডল পেয়াজ বিক্রি করে বসতবাড়ি সংলগ্ন দোকানের সামনে পৌছালে আসামিরা তার গতিরোধ করে। এ সময় তার ডাকচিৎকারে বিল্পব মন্ডলসহ কয়েকজন আগাইয়ে এসে গতিরোধের বিষয়টি জানতে চাইলে তাদের উপর হামলা করে। হামলার সময় রতন মন্ডলের কাছে থাকা পেয়াজ বিক্রি করার ৮৭ হাজার টাকা, রমেন মন্ডলের গলায় থাকা ৩৫ হাজার টাকা মূল্যের স্বর্ণের চেইন নিয়ে যায়।
 হামলায় রতন মন্ডল ও তার ছেলে রমেন মন্ডল (৪৫), বিপ্লব মন্ডল (৩৪), পৌর মন্ডল (৩৩)  মারাত্মক আহত হয়। আহত চারজনকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে ফরিদপুর রিফার্ড করা হয়। ফরিদপুর থেকে চারজনের মধ্যে রমেন মন্ডলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।
রুপাপাত ইউনিয়নের চেয়ারম্যান মো. মিজানুর রহমান বলেন, রবিন ও রতন মন্ডলের দুই পরিবারের মধ্যে বৌ নিয়ে যাওয়াকে কেন্দ্র করে মারামারি হয়েছে বলে শুনেছি।
রুপাপাত ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. জাফর ফকির বলেন, তিন মাস আগে নিতাই বিশ্বাস প্রতিবেশি মালোশিয়া প্রবাসি রমেন মন্ডলের স্ত্রীকে নিয়ে চলে যায়। এ নিয়ে একাধিকবার শালিস বৈঠক হয়। সেই বৌ নিয়ে যাওয়াকে কেন্দ্র করে মারামারি সংঘটিত হয়েছে। রমেনরা সকলে হাসপাতালে।
মামলা তদন্ত কর্মকর্তা ডহরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আজাদ হোসেন বলেন, পূর্বমোড়া গ্রামের মারামারির ঘটনায় মামলা হয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ