জাতীয় সংসদের বাজেট অধিবেশন ৩১ মে’২৩
কাজী মোস্তফা রুমি,স্টাফ রিপোর্টার: আগামী (৩১ মে) একাদশ জাতীয় সংসদের ২৩তম ও বাজেট অধিবেশন শুরু হচ্ছে। মহামান্য রাষ্ট্রপতি সাহাবুউদ্দিন এ অধিবেশন আহ্বান করছেন। রবিবার (১৪মে ) সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিকে সংসদের এই অধিবেশনে আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করা হবে। এটি হবে একাদশ সংসদের শেষ বাজেট অধিবেশন। আগামী ১জুন ২০২৩,২০২৪ অর্থবছরের এ বাজেট উপস্থাপন করা হতে পারে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে। সূত্রে আরো জানা যায় আগামী (২৫ জুন) প্রস্তাবিত বাজেট সংসদ পাস হওয়ার কথা রয়েছে। তবে অধিবেশন শুরুর আগে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এসব কর্মসূচির তারেখ নির্ধারণ করা হবে। সংসদ সচিবালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুুদ্দিন আগামী ৩১ মে (বুধবার) বিকেল ৫ টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে একাদশ জাতীয় সংসদের ২৩তম ও ২০২৩ সালের বাজেট অধিবেশনে আহ্বান করছেন। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফার প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করছেন।