বগুড়া প্রতিনিধি: বগুড়ায় চোর সন্দেহে এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে সদরের কাজী নুরুইল গ্রামে। রোববার রাত আনুমানিক ৯ টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে নিহত কিশোর জয় ইসলাম (১৭) সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের বাড়ইপাড়া গ্রামের স্বাধীন মিয়ার ছেলে। স্থানীয়রা জানান রাতে আনুমানিক ৯টার দিকে কাজী নুরইল গ্রামের এক বাড়িতে প্রবেশ করেন জয়। জয়ের উপস্থিতি টের পেয়ে ঘর থেকে বের হয়ে আসেন বাড়ির লোকজন।
পরে তাকে মারধর শুরু করে বাড়ির লোকজন। চোর ঢুকেছে এমন খবর পেয়ে এলাকার লোকজন ওই বাড়িতে গিয়ে জয়কে মারপিট করে। এতে সেখানেই তার মৃত্যু হয়। স্থানীয় নাম প্রকাশের অনিচ্ছুক এক ব্যক্তি জানান চোর সন্দেহে কিশোরকে মারপিটের খবর পেয়ে তারা সেখানে যান।
ঘটনাস্থল থেকে কিছু দূরে মৃত অবস্থায় কিশোরকে ওই বাড়ির লোকজন রেখে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ জানান চোর সন্দেহে কিশোরকে পিটিয়ে হত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শজিমেক হাসপাতালে মর্গে পাঠায়।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানায় আনা হয়েছে। ওসি আরো জানান এ বিষয় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 



















