ঐতিহাসিক পাহারপুর বৌদ্ধ বিহারে পর্যটকদের সুযোগ সুবিধা নিয়ে আলোচনা সভা
মোহাম্মদ আককাস আলী : নওগাঁর ঐতিহাসিক পাহাড় পুর বৌদ্ধ বিহারে পর্যটকদের সুযোগ সুবিধা নিয়ে মঙ্গলবার (২৩ শে এপ্রিল) সকাল ১০ টায় জেলা প্রশাসকের সভা কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো.গোলাম মওলার সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন আবু তাহের মুহাম্মদ জাবের,প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মো.রাসেদু হক নির্বাহী প্রোকৌশলী সরক ও জনপদ, মো.তোফায়েল আহমেদ নির্বাহী প্রোকৌশলী এল ইজিডি , রাজিয়া সুলতানা প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ,অতিরিক্ত পুলিশ সুপার মো.আহসান উল্লা জামান প্রমুখ। প্রধান অতিথি অতিরিক্ত সচিব আবু তাহের মুহাম্মদ জাবের বলেন,নওগাঁ ঐতিহাসিক পাহাড় পুর বৌদ্ধ বিহারে যদি আমরা সুন্দর ভাবে কাজ করে, দেশ বিদেশে প্রচার করতে পারি তাহলে এখান থেকে আমাদের বৈদেশিক মুদ্রা আয় করতে পারি। সেখানে ট্যুরিসদের সুযোগ সুবিধার জন্য যা যা করার দরকার আমরা করবো।