ঘটনার সংক্ষিপ্ত বিবরণঃ র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল অদ্য ০৩ নভেম্বর ২০২০ ইং তারিখ বিকেল ১৬.০৫ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানাধীন ভেড়ামারা হইতে দৌলতপুর গামী পাঁকা রাস্তার দক্ষিণ পাশ্বে কাজীহাটা নতুন বাজারস্থ জৈনক আব্দুল আওয়ালের মার্কেটের সামনে’’ একটি মাদক অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে ইয়াবা ট্যাবলেট-১০০ পিচ, মোবাইল ফোন-০১টি, সীমকার্ড-০২টি, ও মোটরসাইকেল-০১টি সহ ০১ জন আসামী মোঃ সেতু মন্ডল (২২), পিতা-ওলিল মন্ডল, সাং-কাজী হাটা কলোনী পাড়া, থানা-ভেড়ামারা, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামী’কে কুষ্টিয়া জেলার ভেড়ারাম থানায় সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, এই ধরণের মাদক বিরোধী অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন মাদক, অস্ত্রধারী ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।