বগুড়ায় দুর্বৃত্তদের হাতে একজন খুন
(বগুড়া) প্রতিনিধি: বগুড়ায় পূর্বসূত্রুতার জেরে একজন ব্যবসায়ীকে হত্যা করেছেন দুর্বৃত্তরা। নিহত ব্যক্তি বগুড়া সদরের শেখেরকোলা ইউনিয়নের বালা কইগাড়ি গ্রামে ইউনুস আলী (৫০) স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় গত তিন দিন আগে বালা কইগাড়ি গ্রামে ইউনুস আলীর মানসিক প্রতিবন্ধী ছেলে শাহীনের সাথে একই গ্রামের এক নারীর সঙ্গে ধাক্কা লাগে। পরে এই ঘটনার জের ধরেই গতকাল শনিবার (২১ ই) জুন আনুমানিক রাত ৮ টার দিকে ওই নারীর পক্ষের লোকজন শাহিনের ছোট ভাই রসূলকে রাস্তায় একা পেয়ে মারধর শুরু করে। ছেলেকে মারধরের বিষয়টি খবর পেয়ে ইউনুস আলী ঘটনা স্থলে চলে এসেন। এবং তার ছোট ছেলে রসূলকে রক্ষার জন্য চেষ্টা করলে প্রতিপক্ষের লোকজন কিছু বুঝার আগেই তাকেও মারপিট শুরু করে দেন। এক পর্যায়ে তারা তাকে একটি ড্রেনের পানির মধ্যে মাথা চুবিয়ে রাখেন রাখেন। এতে ঘটনাস্থলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে তিনি মারা যান। নিহত ইউনুস আলী শেখেরকোলা ইউনিয়নের বালাকই গাড়ি গ্রামের মৃত রিয়াজুদ্দিনের ছেলে। এ ব্যাপারে বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহিনুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এবং মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ আরো জানান এ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার করতে পুলিশের একাধিক টিম কাজ করছেন।