দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি পটুয়াখালী দশমিনা উপজেলায় সোমবার সকাল থেকে দশমিনা থানা পুলিশ কর্মে যোগদান করেন।
জানা যায় কোটা সংস্কার আন্দোলনের পর গত ৫ আগষ্ট থেকে ১১ আগষ্ট বাংলাদেশ পুলিশ কর্মবিরতি পাল করে। কর্মবিরতিতে থাকায় এলাকয় আইনশৃঙ্খলার অবনতি ঘটে। বিভিন্ন স্থানে জালাওপােড়া, ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও বাড়িঘর লুটপাটের ঘটনা ঘটে। ১২ আগষ্ট সকালে দশমিনা থানা পুলিশ নিজ নিজ পোশাক পরে আগের ন্যায় দশমিনা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক টহল দেয় এতে করে জন মনে শান্তির আবাস পরিক্ষিত হয়। থানা পুলিশের গাড়ি বহরে দশমিনা উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বরত সেনাবাহিনী ও তাদের গাড়ি দেখা যায়। স্থানীয় জনসাধারণ মনে করেন এতদিন পুলিশের কর্মবিরতিতে থাকায় কিছু সুযোগসন্ধানী দূর্বৃত্তরা উপজেলার বিভিন্ন স্থানে হুমকি-দামকি, ঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান ভাংচুর সহ জালাওপোড়াও করেছে। এতে করে জনমনে ভিতির সঞ্চার হয়। পুলিশ তাদের হারানে ঐতিহ্য রক্ষা করে জনমনে ভীতি দূর করবে এমনটাই আশা তাদের।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নুরুল ইসলাম মজুমদার বলেন কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত অনেক পুলিশ সদস্যকে নিষ্ঠুর ও নির্মম ভাবে হত্যা করা হয়েছে। যা আমাদের কাম্য ছিলো না। আমরা সবসময় জনগনের আস্থার জায়গায় ছিলাম আছি এবং থাকবো। আজ থেকে আমাদের কার্যক্রম পূনরায় শুরু হলো। জনগন থেকে আমরা বিচ্ছিন্ন নই। জনগনের সর্বোচ্চ নিরাপত্তায় পুলিশ সদাসর্বদা নিয়োজিত ছিলো, আছে এবং থাকবে।