1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
ভেড়ামারায় সরকারি বই কেজিদরে বিক্রির অভিযোগ - dailynewsbangla
রবিবার, ২০ জুলাই ২০২৫, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
নেসকোর নিয়োগে তিন দফা দাবি নিয়ে রাজপথে রুয়েট শিক্ষার্থীরা ফিলিপনগরে পাঁচ হাজার গাছের চারা বিতরণ করলেন পি.এস.এস. মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মুহাম্মাদ খাজা আহমেদ ভেড়ামারায় ১৬ই জুলাই শহীদ দিবস পালিত  ষাটোর্ধ্ব বৃদ্ধ মাকে বাড়ি থেকে বের করে দিলেন পাষণ্ড সন্তান লালপুরে সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযান: গাঁজা গাছসহ বাবা-মেয়ে আটক। ঘোড়াঘাট পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা ঠাকুরগাঁওয়ে ন্যায়কুঞ্জ ও তথ্য সেবা কেন্দ্রের উদ্বোধন করলেন বিচারপতি রূপগঞ্জ পূনর্গঠনের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা এবং সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বোয়ালমারীতে বিক্ষোভ সমাবেশ     বোয়ালমারীর চতুল ইউনিয়ন ভূমি অফিসে টাকা ছাড়া ফাইল নড়ে না

ভেড়ামারায় সরকারি বই কেজিদরে বিক্রির অভিযোগ

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫

ভেড়ামারায় সরকারি বই কেজিদরে বিক্রির অভিযোগ

 

হেলাল মজুমদার কুষ্টিয়া  কুষ্টিয়া ভেড়ামারা উপজেলায় হালিমা মাধ্যমিক একাডেমি মাধ্যমিক  বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম এর বিরুদ্ধে সরকারি বিনা মূল্যের বই কেজিদরে বিক্রির অভিযোগ উঠেছে। ভেড়ামারা পৌরসভায় অবস্থিত হালিমা মাধ্যমিক বিদ্যালয়ের জন্য বরাদ্দ মাধ্যমিক স্তরের বই ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম বিক্রি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের খবর পেয়ে ১৫ জানুয়ারি ভাঙ্গারি দোকানদার আলম কাছে জিজ্ঞাসা বাদে বই বিক্রির সত্যতা পাওয়া যায়। ভাঙ্গারি দোকানদার আলম বলেন, ১৩ জানুয়ারি হালিমা বেগম মাধ্যমিক একাডেমি মাধ্যমিক  বিদ্যালয় এর শিক্ষক সিরাজ স্যারের উপস্থিতিতে ১৫ টাকা কেজি দরে প্রায় ৩৯৮ কেজি বই আমার কাছে বিক্রি করে। স্থানীয় সূত্রে জানা যায়, ১৩ জানুয়ারি ২০২৫ স্কুল ছুটির পর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম সংরক্ষিত কয়েক বছরের ষষ্ঠ থেকে দশম শ্রেণির বিভিন্ন বিষয়ের প্রায় ৪০০ কেজি বই গোপনে বিক্রি করে দেন। আলম নামে স্থানীয় এক ওই ক্রেতা  ফেরিওয়ালা ১৫ টাকা কেজি দরে বইগুলো কিনে নেন। বই বিক্রির অভিযোগের প্রসঙ্গে হালিমা বেগম একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলামের সঙ্গে তাঁর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সাংবাদিকদের বলেন, আমি স্কুলের শিক্ষকদের সাথে আলোচনা করে বিক্রি করে দিয়েছি। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার স্যারের কাছে আমরা  জানাইনি। কোন টেন্ডার এর মাধ্যমেও বিক্রি করা হয়নি। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ বলেন, সরকারি বই বিক্রি করা অপরাধ। তারা যদি পুরাতন  বই বিক্রি করতে চায় তাহলে সরকারি কিছু নিয়ম-কানুন আছে সেই নিয়ম মেনে করতে হবে।  তবে সরকারি  বই বিক্রয়ের  বিষয়ে আমাকে কেউ কিছু বলেনি। সরকারি নিয়মের বাইরে যদি হালিমা বেগম একাডেমীর মাধ্যমিক বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক  পুরাতন সরকারি  বই বিক্রয় করে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, সরকারি বই বিক্রি করতে গেলে  সরকারি নিয়ম অনুসারে টেন্ডারের মাধ্যমে বিক্রি করতে হবে। তারা যদি নিয়ম না মেনে সরকারি বই বিক্রি করে থাকে প্রমাণ পেলে এ বিষয়ে প্রয়োজনীয় আইন অনুযায়ী  ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ