মিরপুর: কুষ্টিয়ার মিরপুরে স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্ক বিহীন চলাফেরা করায় ১০ জনকে জরিমানা করা হয়েছে। আজ শনিবার উপজেলার মিরপুর নতুন বাসষ্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে মাস্কবিহীন চলাফেরা করার অপরাধে দন্ডবিধির ১৮৬০ এর ২৬৯ ধারায় ১০ জনের বিরুদ্ধে মামলা দিয়ে দুই হাজার নয়শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস। এ সময়ে মিরপুর থানার এসআই আশরাফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক লিংকন বিশ্বাস জানান, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সকলকে স্বাস্থ্য সচেতন হতে হবে। এখনও প্রতিটি মানুষ মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় মাস্ক ব্যবহার না করা একটি মারাত্মক অপরাধ ও গোটা মানব সমাজের জন্য হুমকী স্বরুপ। বিধায় আমাদের সবারই উচিত সামাজিক দূরুত্ব বজায় ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা।