ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় মাদক প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ভীমরুলের কামড়ে শিশুর মৃত্যু  কুষ্টিয়া-১ আসনে মনোনয়ন পেয়ে নেতা-কর্মীদের বাড়ি বাড়ি শুভেচ্ছা বিনিময় করছেন বাচ্চু মোল্লা লক্ষ্মীপুরে তওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে ছাত্রদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত মান্দায় সার সিন্ডিকেটের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ আর কি দখল মুক্ত হবে? বোয়ালমারী চিতারবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি ঘোড়াঘাটে হিজড়া থাকলেও ভোটার তালিকায় তৃতীয় লিঙ্গের ক্যাটাগরি শূন্য নির্বাচন বানচালকারীদের দাঁতভাঙা জবাব দিতে হবে — অধ্যাপক শহিদুল ইসলাম বরেন্দ্র অঞ্চলে অতিরিক্ত বৃষ্টিতে আমন ধানসহ শীতকালীন সব্জির ব্যাপক ক্ষতি  দৌলতপুরে সুদের টাকার বিরোধে শতাধিক মানুষ গ্রামছাড়া – পুলিশের পুনর্বাসন উদ্যোগ স্থানীয়দের বাধায় ব্যর্থ

ঘোড়াঘাটে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সহ গ্রেপ্তার ২

ঘোড়াঘাটে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সহ গ্রেপ্তার ২

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে দায়ের করা মামলায় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ মে) রাতভর অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, আনারুল ইসলাম (৫০) ও দিলজার রহমান (৪৮)। আনারুল ইসলাম উপজেলার ৪নং ঘোড়াঘাট ইউনিয়ন চোপাগাড়ী গ্রামের ইউনুস আলী মন্ডলের ছেলে। তিনি ৪নং ঘোড়াঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। আর দিলজার রহমান একই ইউনিয়নের করন্জি দীঘিপাড়া গ্রামের মৃত ছবির আলী প্রধানের ছেলে। তিনি ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
প্রসঙ্গত, গত বছর ২৪ আগস্ট ঘোড়াঘাট পৌর ছাত্রদলের সদস্য সহিদ শেখ বাদী হয়ে ঘোড়াঘাট থানায় একটি মামলা করেন। এ মামলায় উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, পৌর কাউন্সিলর, ইউপি চেয়ারম্যানসহ ৪০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সমাবেশে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও পেট্রলবোমা হামলার অভিযোগে গত বছর ২৪ আগস্ট থানায় একটি মামলা হয়। এ মামলার তদন্তে সংশ্লিষ্টতা আসার পর গতকাল রাতে আনারুল ইসলাম ও দিলজার রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৪ মে) আসামিদের দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।

ক্যাপশনঃ বাঁ থেকে ঘোড়াঘাট ইউনিয়ন আ.লীগের সভাপতি আনারুল ইসলাম ও  ৮নং ওয়ার্ড  সা.সম্পাদক দিলজার রহমান।

Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় মাদক প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঘোড়াঘাটে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সহ গ্রেপ্তার ২

আপডেট টাইম : ০৭:২৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫

ঘোড়াঘাটে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সহ গ্রেপ্তার ২

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে দায়ের করা মামলায় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ মে) রাতভর অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, আনারুল ইসলাম (৫০) ও দিলজার রহমান (৪৮)। আনারুল ইসলাম উপজেলার ৪নং ঘোড়াঘাট ইউনিয়ন চোপাগাড়ী গ্রামের ইউনুস আলী মন্ডলের ছেলে। তিনি ৪নং ঘোড়াঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। আর দিলজার রহমান একই ইউনিয়নের করন্জি দীঘিপাড়া গ্রামের মৃত ছবির আলী প্রধানের ছেলে। তিনি ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
প্রসঙ্গত, গত বছর ২৪ আগস্ট ঘোড়াঘাট পৌর ছাত্রদলের সদস্য সহিদ শেখ বাদী হয়ে ঘোড়াঘাট থানায় একটি মামলা করেন। এ মামলায় উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, পৌর কাউন্সিলর, ইউপি চেয়ারম্যানসহ ৪০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সমাবেশে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও পেট্রলবোমা হামলার অভিযোগে গত বছর ২৪ আগস্ট থানায় একটি মামলা হয়। এ মামলার তদন্তে সংশ্লিষ্টতা আসার পর গতকাল রাতে আনারুল ইসলাম ও দিলজার রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৪ মে) আসামিদের দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।

ক্যাপশনঃ বাঁ থেকে ঘোড়াঘাট ইউনিয়ন আ.লীগের সভাপতি আনারুল ইসলাম ও  ৮নং ওয়ার্ড  সা.সম্পাদক দিলজার রহমান।