হেলাল মজুমদার কুষ্টিয়া
ভেড়ামারায় হোমিওপ্যাথিক চিকিৎসকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়: ছবি যায়যায়দিন
হোমিওপ্যাথিক চিকিৎসকদের বিরুদ্ধে বিএমডিসির অপপ্রচারের প্রতিবাদে কুষ্টিয়ার ভেড়ামারায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সোমবার ভেড়ামারা প্রেস ক্লাবের সামনে হোমিওপ্যাথিক চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থা এবং আবুল কাশেম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ আয়োজিত এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
হোমিওপ্যাথিক চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থা ভেড়ামারা উপজেলা শাখার সভাপতি ডা. শিহাবুল আলমের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. কামরুল ইসলাম মনা।
হোমিওপ্যাথিক চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. কামরুল ইসলাম মনা বলেন, ‘ডাক্তার শব্দ টা বিএমডিসির পৈত্রিক সম্পত্তি নয়।
এলোপ্যাথির জনক আলাদা, হোমিওপ্যাথির জনকও আলাদা। উভয় চিকিৎসা পদ্ধতিও আলাদা। তাহলে কেন আমাদেরকে তাদের আইন মেনে চলতে হবে? পৃথিবীর কোথাও তো এমন নেই। তবে কেন আমাদের ওপর চাপানো হচ্ছে?’
এসময়ে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল হাকিম, ডা. হাসানুজ্জামান টপি, বিদ্যুৎ হোসেন, এমদাদুল হক পুনা, ইসরাফিল হোসেন, আমিরুল ইসলাম, ইউনুস আলী, শরিফুল ইসলাম, সাবিনা আক্তার, হোসনেয়ারা বানু, মজির উদ্দিন, জহুরুল ইসলাম, রোকনুজ্জামান, ফারুক হোসেন, হাসানুজ্জামান চুনু, জেসমিন নাহার, জিল্লুর রহমান, কাকলি, শরিফুল ইসলাম বাবুল, মোল্লা, আরিফলসহ ভেড়ামারা উপজেলার শতাধিক হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্র ছাত্রীরা।