1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মোহনপুরে আলোচনা সভা - dailynewsbangla
মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম:
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মোহনপুরে আলোচনা সভা বোয়ালমারীতে ছুটি ছাড়াই দুই শিক্ষক অনু উপস্থিত শোকজ ভেড়ামারায় হোমিওপ্যাথিক চিকিৎসকদের মানববন্ধন নারীদের স্বাবলম্বী করতে জীবনতরী টেকনিক্যাল ট্রেনিং একাডেমীতে এসআইসিআইপি প্রকল্পের উদ্বোধন রাজশাহীর শাহমুখদুম থানায় সেবা সংকট, সাংবাদিকের পেশাগত কাজে ওসি’র বাধা বরেন্দ্র অঞ্চলে আউশের ফলনে খুশি হলেও দাম নিয়ে হতাশায় চাষীরা  ঘোড়াঘাটে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার রাজশাহীর শাহমুখদুম থানায় সেবা থেকে বঞ্চিত সাধারণ মানুষ ঘোড়াঘাটে পাশের ঘরে বরকে রেখে নববধূর আত্মহত্যা দশমিনায় অটোরিকশা উল্টে চালকের মৃত্যু 

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মোহনপুরে আলোচনা সভা

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মোহনপুরে আলোচনা সভা

রাজশাহী ব্যুরো: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীর মোহনপুরে উপজেলা বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২সেপ্টেম্বর) দুপুরের সূর্য গড়াতেই উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে নেতাকর্মীরা বিএনপির পতাকা হাতে মিছিলসহকারে উপজেলা প্রাঙ্গণে জড়ো হতে থাকেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন। তিনি বলেন, “বিএনপি সবসময় জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিশ্বাসী। দেশে আজ গণতন্ত্র বিপর্যস্ত, ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যেতে হবে। ফ্যাসিস্টদের সাথে আমাদের কোন আপোশ হবে না। পরিশেষে তিনি সকল নেতাকর্মীদের নেতৃত্ব মেনে ঐক্যবদ্ধ থাকার আহব্বান জানান।

উক্ত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাডভোকেট তোফাজ্জল হোসেন তপু। তিনি বলেন, “বিদায়ী ফ্যাসিস্ট হাসিনা সরকার জনগণের ওপর নানাভাবে জুলুম-নির্যাতন চালিয়েছে। দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছে। দুর্নীতি ও দুঃশাসনের কারণে আজ দেশ বিপর্যস্ত অবস্থায় রয়েছে। আমরা দেশের দুঃশাসনের বিরুদ্ধে সবসময় লড়াই সংগ্রাম করেছি। আমাদের বহু নেতাকর্মী হত্যা -গুমের শিকার হয়েছে। ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তাদের দোষর উৎপেতে রয়েছে। তাই আমাদের এখনও লড়াই সংগ্রাম চালিয়ে যেতে হবে। আগামী নির্বাচনে বিজয় ছিনিয়ে এনে আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবো এবং প্রধানমন্ত্রী হিসেবে অধিষ্ঠিত করবো ইনশাআল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির অন্যতম সদস্য এম এ সামাদসহ অনেকেই। এসময় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা তুলে ধরে বলেন, বিএনপির অন্যতম দায়িত্ব হলো জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা ও দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা। এজন্য তৃণমূলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

আলোচনা সভার সভাপতিত্ব করেন মোহনপুর উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ। সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ বাচ্চু রহমান ও শাহিন আকতার শামসুজ্জোহা। আলোচনা
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য তানজামুল টুটুল, জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদকমো: কাদের মোল্লা, শাহমুখদুম থানা যুবদলের সাবেক সভাপতি ও ১৬ নং ওয়ার্ডের ৫ বারের সফল কাউন্সিলর বেলাল আহমেদ, জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেক জামানী সুমন,
রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি মোর্তজা ফামিম, জোলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক সোহানুল ইসলাম রতন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ধুরইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজিম উদ্দিন, কেশরহাট পৌর বিএনপির সভাপতি ও পৌর মেয়র আলাউদ্দিন আলো, উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহব্বায়ক মির্জা শওকত, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আঃ রাজ্জাক, সদস্য সচিব রুবেল, উপজেলা কৃষকদলের আহব্বায়ক গোলাম মোস্তফা বাবলু, উপজেলা শ্রমিক দলের সাবেক আহব্বায়ক মোজাম্মেল হক, মৌগাছী ইউনিয়ন বিএনপির সভাপতি নুর এ আলম সিদ্দিকী মুকুল, জেলা যুবদলের সদস্য ও মৌগাছী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মেজর আলী বিশ্বাসসহ উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ