হেলাল উদ্দিন: কুষ্টিয়ার দৌলতপুরে কামালপুর যুব সংঘের উদ্যোগে মুজিব শতবর্ষ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৩ ডিসেম্বর ) বিকেলে উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের কামালপুর ফুটবল মাঠে প্রধান অতিথি থেকে খেলার উদ্বোধন করেন-কুষ্টিয়া-১দৌলতপুর আসনের সংসদ সদস্য এ্যাড. আঃকাঃমঃ সরওয়ার জাহান বাদশাহ্। উদ্বোধনী খেলায় হোসেনাবাদ ফুটবল একাডেমিকে ২-১ গোলে হারিয়ে সওড়াতলা স্পোটিং ক্লাব বিজয়ী হয়। দুপুর থেকে ফুটবল খেলা দেখতে একে একে মাঠে জড়ো হয় শিশু-কিশোরসহ নানা বয়সী মানুষ।
খেলার প্রতিটি মুহূর্তেই আনন্দে ফেটে পড়েন দর্শকরা। এ টুর্নামেন্টে জেলার ৮টি দল অংশ নিবে। উদ্বোধনী খেলায় বিশেষ অতিথি ছিলেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন,এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো.টিপু নেওয়াজ, খলিসাকুন্ডি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিরাজুল বিশ্বাস,আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদ আনসারি বিপ্লব, বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.মহি বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা বখতিয়ার হোসেন প্রমুখ।