ষ্টাফ রিপোর্টার: ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবসে কুষ্টিয়ায় মোমবাতি প্রজ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় সম্মিলিত সামাজিক আন্দোলন কুষ্টিয়ার উদ্যোগে কুষ্টিয়া শহরের এনএস রোডস্থ ‘স্বাধীকার থেকে স্বাধীনতা’ মোড়ালে এ মোমবাতি প্রজ্বলন করা হয়। পরে ১৪ ডিসেম্বর এর তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় কুষ্টিয়া সম্মিলিত সামাজিক আন্দোলনের কুষ্টিয়া জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসীন, জেলা ওয়ার্কাস পাটির সাধারন সম্পাদক কমরেড হাফিজ সরকার, জেলা বাসদের আহবায়ক কমরেড শফিউর রহমান, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব কনক চৌধুরী, সৈয়দা হাবিবা, বাংলাদেশ নদী পরিবাজক দলের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের প্রধান খলিলুর রহমান মজু, উদীচি’র সাধারন সম্পাদক অধ্যাপক গোপা সরকার, বীর মুক্তিযোদ্ধা এনামুল হক বিশ্বাস, এজাজ আহম্মেদ রিন্টু, মানবধিকার কর্মী তাজনিহার বেগম, মিরপুর উপজেলা জাসদের সাধারন সম্পাদক আহাম্মদ আলী প্রমুখ। মোমবাতি প্রজ্বলন ও আলোচনা অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় সম্মিলিত সামাজিক আন্দোলনের সদস্য কারশেদ আলম।