ঢাকা ০৭:১১ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম

দৌলতপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে ঐতিহাসিক ৭ই মার্চ

কুষ্টিয়া দৌলতপুরে নানা আয়োজনের মধ্য দিয়েই পালিত হয়েছে ঐতিহাসিক ৭ই মার্চ।

কুষ্টিয়া দৌলতপুরে নানা আয়োজনের মধ্য দিয়েই পালিত হয়েছে ঐতিহাসিক ৭ই মার্চ।


ডেইলি নিউজ বাংলা ডেক্স: বাঙালি জাতির স্বাধীনতার সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসের এক অনন্য দিন। আপসহীন সুদীর্ঘ আন্দোলনের একপর্যায়ে ১৯৭১ সালের এই দিনে ঢাকার রেসকোর্স ময়দানে (সোহরাওয়ার্দী উদ্যান) বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন।

বজ্রকণ্ঠে ঘোষণা করেন, ‘রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ এটাই ছিল বঙ্গবন্ধুর জীবনের শ্রেষ্ঠতম ভাষণ।

ঐতিহাসিক এই ভাষণেই উজ্জীবিত হয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন মুক্তিকর্মী বীর বাঙালি। ২০১৭ সালের ৩০ অক্টোবর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক বিষয়ক সংস্থা ইউনেস্কো।

আজকের এই দিনে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি অতল শ্রদ্ধা রেখে কুষ্টিয়ার দৌলতপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপিত হয়েছে।

রবিবার সকাল ৮: ৩০ ঘটিকার সময় কুষ্টিয়া-১ আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাড. আঃকঃমঃ সরওয়ার জাহান বাদশাহ্ ও দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন, দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এর পর একে একে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, দৌলতপুর থানা পুলিশ প্রশাসন, আলোর মিছিল সহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন।

এর পর সকাল ৯ টার সময় উপজেলা অডিটড়িয়াম রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এ্যাড. আঃকঃমঃ সরওয়ার জাহান বাদশাহ্।

বিশেষ অতিথি ছিলেন দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান সাক্কীর আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া, আওয়ামীলীগ নেতা সর্দার তৌহিদুর ইসলাম, টিপু নেওয়াজ, ছাদিকুজ্জামান খান সুমন, মায়াবী রোমান্স মল্লিক সহ মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান দলীয় নেতাকর্মী সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে বঙ্গবন্ধুসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

ফরিদপুর-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থীর মোটর শোডাউন”

দৌলতপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে ঐতিহাসিক ৭ই মার্চ

আপডেট টাইম : ০১:৫৯:৪২ অপরাহ্ন, রবিবার, ৭ মার্চ ২০২১

কুষ্টিয়া দৌলতপুরে নানা আয়োজনের মধ্য দিয়েই পালিত হয়েছে ঐতিহাসিক ৭ই মার্চ।


ডেইলি নিউজ বাংলা ডেক্স: বাঙালি জাতির স্বাধীনতার সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসের এক অনন্য দিন। আপসহীন সুদীর্ঘ আন্দোলনের একপর্যায়ে ১৯৭১ সালের এই দিনে ঢাকার রেসকোর্স ময়দানে (সোহরাওয়ার্দী উদ্যান) বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন।

বজ্রকণ্ঠে ঘোষণা করেন, ‘রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ এটাই ছিল বঙ্গবন্ধুর জীবনের শ্রেষ্ঠতম ভাষণ।

ঐতিহাসিক এই ভাষণেই উজ্জীবিত হয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন মুক্তিকর্মী বীর বাঙালি। ২০১৭ সালের ৩০ অক্টোবর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক বিষয়ক সংস্থা ইউনেস্কো।

আজকের এই দিনে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি অতল শ্রদ্ধা রেখে কুষ্টিয়ার দৌলতপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপিত হয়েছে।

রবিবার সকাল ৮: ৩০ ঘটিকার সময় কুষ্টিয়া-১ আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাড. আঃকঃমঃ সরওয়ার জাহান বাদশাহ্ ও দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন, দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এর পর একে একে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, দৌলতপুর থানা পুলিশ প্রশাসন, আলোর মিছিল সহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন।

এর পর সকাল ৯ টার সময় উপজেলা অডিটড়িয়াম রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এ্যাড. আঃকঃমঃ সরওয়ার জাহান বাদশাহ্।

বিশেষ অতিথি ছিলেন দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান সাক্কীর আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া, আওয়ামীলীগ নেতা সর্দার তৌহিদুর ইসলাম, টিপু নেওয়াজ, ছাদিকুজ্জামান খান সুমন, মায়াবী রোমান্স মল্লিক সহ মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান দলীয় নেতাকর্মী সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে বঙ্গবন্ধুসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।