দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালী দশমিনা উপজেলায় হঠাৎ ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। দশমিনা উপজেলা ২৫০ শয্যা বিশিস্ট হাসপাতাল। দৈনিক ১২-১৩ জন নারী,পুরুষ ও শিশু ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। গত ২০মার্চ থেকে প্রায় ৫৬জন ডায়রিয়ার রোগি ভর্তি হয়।
এর মধ্যে শিশুর সংখ্যা বেশি। হাসপাতালের বিতরের বেড, ফ্লোর এবং বাহিরের আড়ান্দায় রোগিদের স্থান। হাসপাতাল কতৃপক্ষ বলছেন আমাদের বেড সিমিত রোগির এত চাপ তাই ফ্লোর কিংবা বাড়ান্দায় রেখে সঠিক চিকিৎসা সেবা প্রদান করছি। রাগিদের অভিযোগ সবই ঠিক আছে বাচ্চাদের নিয়ে ফ্লোরে থাকতে হয়।
হাঠাৎ ডায়রিয়ার কারন জানতে চাইলে উপজেলা স্বাস্থ ও প.প.কর্মকর্তা বলেন আবহাওয়া পরিবর্তনে গরম ও ঠান্ডার জন্য ডায়রিয়ার সংখ্যা বেশি দেখা দিয়েছে। আমরা হাপাতাল কতৃপক্ষ শতভাগ সেবা দানে কাজ করছি। চিকিৎসা সেবায় আমাদের পর্যাপ্ত মেডিসিন মজুদ আছে আশাকরছি স্বল্প সময়ের মধ্যে ডায়রিয়া সমস্যা থাকবেনা।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 



















