কুষ্টিয়ার দৌলতপুরে নিজ দরবারে ভক্ত হত্যার ঘটনায় দরবার প্রধান সৈয়দ তাছের আহম্মেদ সহ পলাতক রয়েছেন ৪ আসামি।
রোববার ৬ জুন ঘটে যাওয়া হত্যাকাণ্ডের অভিযোগে এপর্যন্ত পরিচয় প্রকাশ পাওয়া আসামিদের গ্রেফতার করে ৬ আসামিকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
দরবারটির অনুসারী স্বেচ্ছাসেবক নিহত যুবক রাশেদের বাবার করা মামলার আসামিদের মধ্যে মিলন (ভেড়ামারা), শামসুদ্দিন (কল্যানপুর),শিমুল (সোনাইকুন্ডী), সুমন (ইনছাফনগর), ইমরান (হোসেনাবাদ) এবং শফিউল (কল্যানপুর) কে কারাগারে পাঠানো হয়েছে বলে দৌলতপুর থানা সুত্রে জানা গেছে।
তবে, পলাতক রয়েছেন সুজন (বাগোয়ান), সালাম (আমদহ), কালাম (সোনাইকুন্ডী) এবং দরবারে রেসালাত মোজাদ্দেদিয়া দরবারে চরদিয়াড়ের হুজুর,দরবার প্রধান তাছের।
পুলিশ পলাতক আসামীদের খুঁজছে বলে জানিয়েছেন দৌলতপুর থানার ওসি নাসির উদ্দিন। ঘটনার তদন্ত চলমান রয়েছে বলেও জানান তিনি।
নির্মম ভাবে পিটিয়ে দরবারের মধ্যেই ভক্ত হত্যা ও হত্যাকাণ্ড ধামাচাপা দেয়ার চেষ্টার অভিযোগে অজ্ঞাত আরও অনেকেই আসামি রয়েছেন বলে জানা গেছে।