করোনা ভাইরাস এর উচ্চ সংক্রমণ রোধকল্পে সরকারের কঠোর লকডাউন পালন ও সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আজ থেকে সিলেট জেলা প্রশাসক এর নির্দেশে সিলেট এর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট এ সিলেট জেলা রোভার স্কাউটস এর টিম কাজ শুরু করেছে।
আজ সকাল ১০.০০ ঘটিকায় সিলেট জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে সিলেট জেলা রোভার স্কাউটস এর সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা রোভার স্কাউটস এর সভাপতি ও জেলা প্রশাসক জনাব এম কাজী এমদাদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা রোভার স্কাউটস এর সম্পাদক জনাব মবশ্বির আলী,যুগ্ম সম্পাদক জনাব তোফায়েল আহমদ তুহিন, সাবেক জেলা প্রতিনিধি জুবায়ের আহমদ,বর্তমান জেলা প্রতিনিধি রাহিম উদ্দিন রাহি সহ সিলেট জেলা রোভার স্কাউটস এর বিভিন্ন ইউনিট এর সিনিয়র রোভারমেট,রোভার ও গার্ল-ইন রোভারবৃন্দ।
এসময় জেলা প্রশাসক বলেন মানুষের মধ্যে মাক্স ব্যবহারে সচেতনতা বৃদ্ধি করার জন্য সিলেট জেলার গুরুত্বপূর্ণ পয়েন্ট এ রোভাররা কাজ করার জন্য। যারা মাক্স ছাড়া বের হবে তাদেরকে জেলা প্রশাসন এর পক্ষ থেকে মাক্স বিতরণ করার পরামর্শ দেন।
তার নির্দেশক্রমে আজ থেকে সিলেট এর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট এ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সাথে রোভার স্কাউটস এর সদস্যরা কাজ শুরু করে।চলমান বিধিনিষেধ যতদিন চলবে রোভার স্কাউটস এর সদস্যদের এ কার্যক্রম চলমান থাকবে।