ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
২০ বছর পর রায়: খ্রিস্টান সম্প্রদায়ের দুইজনকে হত্যায় ৪ জনের যাবজ্জীবন পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত  প্রশিক্ষণ কোর্স এর উদ্বোধন করলেন এসপি সাফিউল সারোয়ার দিনাজপুরের কৃতি সন্তান রোকমুনুর জামান রনি আবারও বেসিস সহায়ক কমিটিতে নির্বাচিত পদ্মার চরে বন্দুকযুদ্ধে নিহত ৩, গুলিবিদ্ধ ২ যাকেই মনোনয়ন দেওয়া হবে তার পক্ষে কাজ করতে হবে, তারেক রহমান আবারো ভালো কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কারে ভূষিত হলেন ওসি শাহিন রেজা  মাদকমুক্ত সমাজ গড়তে সামাজিক আন্দোলনের বিকল্প নেই–ইউএনও আরিফুজ্জামান  ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফেস্টিভ্যালে ইংরেজি বিতর্কে চ্যাম্পিয়ন সরকারি বালিকা বিদ্যালয় লালপুরে নারীর জাগরণ মঞ্চ করলেন- পুতুল নারীর অগ্রযাত্রায় জিয়া পরিবার ভূমিকা রেখেছে ঐতিহাসিকভাবে—অধ্যাপক শহীদুল

দশমিনায় ৬ জেলেকে ১ বছর করে কারাদণ্ড

মো.বেল্লাল হোসেন, দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি:  পটুয়াখালী দশমিনা উপজেলায় তেঁতুলিয়া নদীতে অবৈধ মা ইলিশ শিকারের সময় ২১অক্টোবর দশমিনা উপজেলা নৌ-পুলিশ ফারি,কোস্টগার্ড,উপজেলা মৎস্য অফিসের যৌথ অভিযান পরিচালোনার সময় ৬জেলেকে আটক করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানাজায়, দশমিনা তেঁতুলিয়া নদীতে অভিযান পরিচালোনা করার সময় ১.মোঃফারুখ গাজী(৩৫) পিতাঃমোঃ কাসেম গাজী ২. মোঃ রাব্বি গাজী(২০)পিতাঃমালেক গাজী ৩.মোঃবাবুল গাজী(২৫)পিতাঃমালেক গাজী ৪.আরিফ আলম(২৫)পিতাঃতানজিদ ৫.শহিদ সিকদার (৫৫) পিতাঃ হোসেন ৬.রিদয় আকন(২০) পিতাঃহাতেম আকন । সর্বসাং-শৌলা । ইউনিয়ন-কালাইয়া। উপজেলা-বাউফল কে মা ইলিশ শিকারের সময় দশমিনা উপজেলা তেঁতুলিয়া নদী থেকে আটক করা হয়।

দশমিনা নৌ পুলিশ ফারি ইনচার্জ মোঃআবু আব্দুল্লাহ জানান, অভিযান পরিচালোনার সময় তেঁতুলিয়া নদীতে অবৈধভাবে মা ইলিশ শিকারের সময় ৬জন জেলেকে আটক করি ও ৩টি ইঞ্জিন চালিত বোর্ড,৮টি মা ইলিশ এবং ১ লক্ষ ৫০ হাজার মিটার জাল জব্দ করা হয়। ৮টি মা ইলিশ বাশঁবাড়ীয়া এতিম খানায় দেয়া হয় এবং জাল পুড়িয়ে ফেলা হয়। গ্রেফতার কৃতদের ভ্রাম্যমাণ আদলতে হাজির করা হলে বিচারক মোঃ আবদুল কাইয়ুম মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন১৯৫০ এর ৫ ধরা মোতাবেক প্রত্যেককে ১ বছর করে কারাদণ্ড প্রদান করেন ।

Tag :
জনপ্রিয় সংবাদ

২০ বছর পর রায়: খ্রিস্টান সম্প্রদায়ের দুইজনকে হত্যায় ৪ জনের যাবজ্জীবন

দশমিনায় ৬ জেলেকে ১ বছর করে কারাদণ্ড

আপডেট টাইম : ০৯:৪৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০

মো.বেল্লাল হোসেন, দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি:  পটুয়াখালী দশমিনা উপজেলায় তেঁতুলিয়া নদীতে অবৈধ মা ইলিশ শিকারের সময় ২১অক্টোবর দশমিনা উপজেলা নৌ-পুলিশ ফারি,কোস্টগার্ড,উপজেলা মৎস্য অফিসের যৌথ অভিযান পরিচালোনার সময় ৬জেলেকে আটক করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানাজায়, দশমিনা তেঁতুলিয়া নদীতে অভিযান পরিচালোনা করার সময় ১.মোঃফারুখ গাজী(৩৫) পিতাঃমোঃ কাসেম গাজী ২. মোঃ রাব্বি গাজী(২০)পিতাঃমালেক গাজী ৩.মোঃবাবুল গাজী(২৫)পিতাঃমালেক গাজী ৪.আরিফ আলম(২৫)পিতাঃতানজিদ ৫.শহিদ সিকদার (৫৫) পিতাঃ হোসেন ৬.রিদয় আকন(২০) পিতাঃহাতেম আকন । সর্বসাং-শৌলা । ইউনিয়ন-কালাইয়া। উপজেলা-বাউফল কে মা ইলিশ শিকারের সময় দশমিনা উপজেলা তেঁতুলিয়া নদী থেকে আটক করা হয়।

দশমিনা নৌ পুলিশ ফারি ইনচার্জ মোঃআবু আব্দুল্লাহ জানান, অভিযান পরিচালোনার সময় তেঁতুলিয়া নদীতে অবৈধভাবে মা ইলিশ শিকারের সময় ৬জন জেলেকে আটক করি ও ৩টি ইঞ্জিন চালিত বোর্ড,৮টি মা ইলিশ এবং ১ লক্ষ ৫০ হাজার মিটার জাল জব্দ করা হয়। ৮টি মা ইলিশ বাশঁবাড়ীয়া এতিম খানায় দেয়া হয় এবং জাল পুড়িয়ে ফেলা হয়। গ্রেফতার কৃতদের ভ্রাম্যমাণ আদলতে হাজির করা হলে বিচারক মোঃ আবদুল কাইয়ুম মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন১৯৫০ এর ৫ ধরা মোতাবেক প্রত্যেককে ১ বছর করে কারাদণ্ড প্রদান করেন ।