দৌলতপুরে কয়েলের আগুনে পুড়ে ছাই ৪ কৃষকের বসতঘর সহ গরু-ছাগল
ডেইলি নিউজ বাংলা ডেক্স: কুষ্টিয়া”র দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিযন এর লালনগর গ্রামে”র মোঃ নাজমুল হোসেন এর গরুর গোয়াল থেকে মশার কয়েলের আগুনে, পুড়ে ছাই হয়েছে ১০ টি ছাগল, ১ টি এড়ে গরু, ও নগদ ৪০ হারজ টাকাসহ ৪ কৃষক পরিবারের বশত বাড়ি।
রবিবার (২৮ মার্চ-২০২১) দিবাগত রাত অনুমানিক- ১ টার সময় গরুর গোয়াল ঘর থেকে কয়েলের আগুনে মুহূর্তে আগুন পাশের বসত ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। পাশের বাড়ির মোঃ রিয়াজ মন্ডল ও তার ২ছেলে রাজিব, শিহাব এর বশত বাড়ি সহ সবকিছুই পুড়ে ছাই হয়েছে।
বাড়ির মালিক, মোঃ নাজমুল হোসেন “ডেইলি নিউজ বাংলা” কে বলেন, মশা তাড়াতে মশার কয়েল ও খড়ের বেনিতে ধোঁয়া দেয়া হয়। কিন্তু রাত ১২ টার সময় আমি দেখেছি তখন আগুন ছিলোনা কয়েল জলছিলো।
এ বিষয়ে তিনি আরও বলেন গুরুর গোয়ালঘর থেকে যখন পাশের বসত ঘরে আগুন লেগেছে তখন জানতে পেরেছি এসময় আমার চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে ফায়ার সার্ভিসকে ফোন দিয়ে জানালে তাৎক্ষণিকভাবে তারা এসে ও স্থানীয়রা সহ এ আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ বিষয়ে স্থানীয়রা জানায় আগুন নিয়ন্ত্রণে আনলেও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে অসহায় ৪ টি পরিবারের।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 






















