1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
বুধবার, ১৮ মে ২০২২, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ফিরেছেন বলেই দেশে গণতন্ত্র ফিরেছে : মেয়র লিটন দৌলতপুরে যুবলীগের ব্যানারে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত বাঘায় র‍্যাবের হাতে অস্ত্রসহ আটক ১ শেখ হাসিনার ৪২তম  স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। টাঙ্গাইলের নাগরপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন। সখীপুরে সড়ক সংস্কার ও ছাত্রী উত্ত্যক্ত বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন। টাঙ্গাইলে বছর না যেতেই ভেঙে ফেলতে হলো প্রধানমন্ত্রীর উপহারের ঘর। নাগরপুরে তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ।  রাজশাহী জেলার শ্রেষ্ট  সাব-ইন্সপেক্টর নির্বাচিত বাঘা থানার এস আই তৈয়ব  রাজধানীর ১৯ স্থানে বসবে পশুর হাট।

বাল্যবিবাহের ২মাস পর মামলা

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১
পটুয়াখালী দশমিনা থানায় বাল্যবিবাহের ২মাস পর মামলা করেন মোসাঃ শাহিনুর বেগম।

দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালী দশমিনা থানায় বাল্যবিবাহের ২মাস পর মামলা করেন মোসাঃ শাহিনুর বেগম। ঘটনার বিবরনে জানাজায় দশমিনা উপজেলার চরহাদী -০৯নং ওয়র্ডের বাসিন্দা শাহিনুর বেগম। সংসারের আর্থিক টানাপোরায় স্বামী,সন্তান সহ ঢাকায় জীবিকার সন্ধানে থাকতেন শাহিনুর বেগম। গত ডিসেম্বর মাসে ২/৪নং বিবাদী আমর ননদ ও ননদের স্বামী ঢাকার ভাড়া বাসায় বেড়াইতে আসে।

২/৪নং বিবাদী আমার মেয়ে মোসাঃ সোনিয়া বেগম(১৫)কে তাদের বাড়ী (চরহাদীতে) সাথে নিয়ে বেড়াইতে আসে। সোনিয়া বেড়াইতে আসার পর মা শাহিনুর বেগম মাঝে মধ্যে যোগাযোগ করতো। গত ২৫ ফেব্রুয়ারি ২নং বিবাদীর কাছে ফোন করে বলে সোনিয়কে পাঠাইয়া দেন তখোন বলেন ওর বিবাহ দিয়াদিছি হিরন ভূইয়ার ছেলে মোঃ ইমরানের(১৭) সাথে ও স্বামীর সংসারে আছে।

সোনিয়ার মা শাহিনুর বেগম বলেন ২/৪নং বিবাদী আমার নিকটতম আত্মীয় তাদের সাথে আমার মেয়ে ১নং সাক্ষীকে গ্রামের বাড়ী বেড়াইতে দিছি আর তারা সকলে মিলে আমার নাবালক মেয়েকে জোরজবরদস্তি করে ১নং বিবাদীর বাক প্রতিবন্ধি ছেলের সাথে বিবাহ দিলো আমাকে কিছুই জানায়নি।

মোসাঃ সোনিয়া বেগম জানান,আমি ফুফুর বাড়ী বেড়াইতে আসার পর ফুফু,ফুপা,হিরন ভূইয়া,মনির জোর করে বিবাহ দেয় এবং আমি বাবা,মায়ের সাথে যোগাযোগ করতে না পরি তাই মোবাইল নিয়াযায়। ওসি দশমিনা থানা মোঃজসীম বলেন,৫ জনকে বিবাদী করে শাহিনুর বেগমের একটি লিখিত এজার পেয়েছি ঘটনা স্থল পরিদর্শর করে ছেলের বাবা ১নং বিবাদীকে ধৃত করা হয়েছে। তাদের বিরুদ্বে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮/৯ এ মামালা রুজু করা হয়েছে যাহার নং-১০/২০২১

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ