ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
দুই দিনের সফরে নিজ জেলা পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নাগরপুরে হত্যার ৬ মাস পর লাশ উত্তোলন  বন্দরে মাদক সম্রাট রমজান, বাবুর বিরুদ্ধে পিতাকে মারধরের অভিযোগ আলফাডাঙ্গায় ভুয়া চিকিৎসকের কারাদণ্ড নাটোরে বৈধবালু ব্যবসায়ী ইঞ্জিনিয়ার কাকন ষড়যন্ত্রের শিকার, বাঘায় বেল্লাল মন্ডলের সন্ত্রাসী কর্মকাণ্ডে উত্তাল অঞ্চল ভেড়ামারায় বিনামূল্যে বীজ সার বিতরণ নির্বাচনের মাধ্যমেই জাতির ভাগ্যের ফয়সালা হবে উপজেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন ট্রাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক  সভা অনুষ্ঠিত মনোনয়ন না পেয়ে যা বললেন রুমিন ফারহানা ভেড়ামারায় মাদক প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জের  উল্লাপাড়ায়  ১০ জন পেঁয়াজ ব্যবসায়ীকে জরিমানা করেছে  ভ্রাম্যমাণ আদালত।

সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানা এলাকায় বিভিন্ন পেঁয়াজের দোকানে অভিযান  পরিচালনা করেন।

বুধবার  (১৬ সেপ্টেম্বর ২০২০) ১২.০০ ঘটিকা হতে ১৪.০০ ঘটিকা পর্যন্ত গোপন সাংবাদের ভিত্তিতে সদর কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান এর নেতৃতে  র‌্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানা এলাকায় বিভিন্ন পেঁয়াজের দোকানে অভিযান  পরিচালনা করেন।

এসময়ে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে বিক্রয় করায় এবং পেঁয়াজ মজুদ করার দায়ে ১০টি দোকনের মালিককে  আটক করা হয়। পরবর্তীতে আটক ব্যক্তিদের সংশ্লিষ্ট থানার সহকারী পরিচালক মোঃ মাসুদ আহম্মেদ (জাতীয় ভোক্তা অধিকার  সংরক্ষণ অধিদপ্তর) নিম্নে বর্ণিত ব্যক্তিদেরকে বিভিন্ন অর্থ দন্ডে দন্ডিত করেন :

অর্থ দন্ডে দন্ডিত ব্যক্তিরা হলেন : ১। কমল আহাম্মেদ  (৪০),  ১,০০০/- ২। মজনু মিয়া (৩৩),  ১,০০০/- ৩।  মোঃ আলম   ৪,০০০/-, ৪।  মোঃ শাখাওয়াত  (৪১),  ২,০০০/- ৫। রওশন (৩৮), ২,০০০/- ৬। মোঃ মজিবুর (৫০) ১,০০০/-৭। মানিক মিয়া (২৯) ১০,০০০/- ৮। রিপন সাহা (৩৫), ২,০০০/- ৯। রাধা রামন (৪৩)  ২,০০০/- ১০। কামরুল উদ্দিন (৪২) ৫,০০০/- মোট জরিমানা-৩০,০০০/- টাকা।

উল্লেখিত ব্যক্তিদের ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৩৮,৪৫ এবং ৫১ ধারায় সর্বমোট ৩০,০০০/- জরিমানা করা হয়। অধিক  মূল্য/মজুদ ধারির বিরুদ্ধে র‌্যাব এর অভিযান অব্যহত থাকবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

দুই দিনের সফরে নিজ জেলা পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

সিরাজগঞ্জের  উল্লাপাড়ায়  ১০ জন পেঁয়াজ ব্যবসায়ীকে জরিমানা করেছে  ভ্রাম্যমাণ আদালত।

আপডেট টাইম : ০৫:১৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০

বুধবার  (১৬ সেপ্টেম্বর ২০২০) ১২.০০ ঘটিকা হতে ১৪.০০ ঘটিকা পর্যন্ত গোপন সাংবাদের ভিত্তিতে সদর কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান এর নেতৃতে  র‌্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানা এলাকায় বিভিন্ন পেঁয়াজের দোকানে অভিযান  পরিচালনা করেন।

এসময়ে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে বিক্রয় করায় এবং পেঁয়াজ মজুদ করার দায়ে ১০টি দোকনের মালিককে  আটক করা হয়। পরবর্তীতে আটক ব্যক্তিদের সংশ্লিষ্ট থানার সহকারী পরিচালক মোঃ মাসুদ আহম্মেদ (জাতীয় ভোক্তা অধিকার  সংরক্ষণ অধিদপ্তর) নিম্নে বর্ণিত ব্যক্তিদেরকে বিভিন্ন অর্থ দন্ডে দন্ডিত করেন :

অর্থ দন্ডে দন্ডিত ব্যক্তিরা হলেন : ১। কমল আহাম্মেদ  (৪০),  ১,০০০/- ২। মজনু মিয়া (৩৩),  ১,০০০/- ৩।  মোঃ আলম   ৪,০০০/-, ৪।  মোঃ শাখাওয়াত  (৪১),  ২,০০০/- ৫। রওশন (৩৮), ২,০০০/- ৬। মোঃ মজিবুর (৫০) ১,০০০/-৭। মানিক মিয়া (২৯) ১০,০০০/- ৮। রিপন সাহা (৩৫), ২,০০০/- ৯। রাধা রামন (৪৩)  ২,০০০/- ১০। কামরুল উদ্দিন (৪২) ৫,০০০/- মোট জরিমানা-৩০,০০০/- টাকা।

উল্লেখিত ব্যক্তিদের ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৩৮,৪৫ এবং ৫১ ধারায় সর্বমোট ৩০,০০০/- জরিমানা করা হয়। অধিক  মূল্য/মজুদ ধারির বিরুদ্ধে র‌্যাব এর অভিযান অব্যহত থাকবে।