1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
সিরাজগঞ্জের  উল্লাপাড়ায়  ১০ জন পেঁয়াজ ব্যবসায়ীকে জরিমানা করেছে  ভ্রাম্যমাণ আদালত। - dailynewsbangla
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
ওসি রফিকুল পেলেন টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ পুলিশ পদক ঠাকুরগাঁওয়ে দলিল লেখক সমিতির চাঁদাবজি: বছরে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ নওগাঁয় ৭ লাখ ৮৮ হাজার ৩২০টি গবাদীপশু প্রস্তুত ১২ হাজার কোটি টাকা বিক্রির সম্ভাবনা  দশমিনায় প্রতারনার স্বীকার এক ব্যবসায়ী মারাধরর করে দোকান লুট দশমিনায় আইনশৃঙ্খলা ও মাসিক সভা বোয়ালমারীতে আম পাড়তে গিয়ে একজনের মৃত্যু  সন্ত্রাসী রাজিবকে গ্রেফতার ও পরিবারের নিরাপত্তার দাবিতে রাজশাহীতে সংবাদ সম্মেলন দৌলতপুরে পূর্ব শত্রুতার জের ধরে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর ও ছিনতাই জমি নিয়ে বিরোধ নাগরপুরে বিএনপি নেতার হামলায় ১ জন নিহত আহত ৪ ভেড়ামারায় জুয়ার আস্তানা গুড়িয়ে দিলেন ওসি শেখ শহীদুল ইসলাম

সিরাজগঞ্জের  উল্লাপাড়ায়  ১০ জন পেঁয়াজ ব্যবসায়ীকে জরিমানা করেছে  ভ্রাম্যমাণ আদালত।

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০
সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানা এলাকায় বিভিন্ন পেঁয়াজের দোকানে অভিযান  পরিচালনা করেন।

বুধবার  (১৬ সেপ্টেম্বর ২০২০) ১২.০০ ঘটিকা হতে ১৪.০০ ঘটিকা পর্যন্ত গোপন সাংবাদের ভিত্তিতে সদর কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান এর নেতৃতে  র‌্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানা এলাকায় বিভিন্ন পেঁয়াজের দোকানে অভিযান  পরিচালনা করেন।

এসময়ে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে বিক্রয় করায় এবং পেঁয়াজ মজুদ করার দায়ে ১০টি দোকনের মালিককে  আটক করা হয়। পরবর্তীতে আটক ব্যক্তিদের সংশ্লিষ্ট থানার সহকারী পরিচালক মোঃ মাসুদ আহম্মেদ (জাতীয় ভোক্তা অধিকার  সংরক্ষণ অধিদপ্তর) নিম্নে বর্ণিত ব্যক্তিদেরকে বিভিন্ন অর্থ দন্ডে দন্ডিত করেন :

অর্থ দন্ডে দন্ডিত ব্যক্তিরা হলেন : ১। কমল আহাম্মেদ  (৪০),  ১,০০০/- ২। মজনু মিয়া (৩৩),  ১,০০০/- ৩।  মোঃ আলম   ৪,০০০/-, ৪।  মোঃ শাখাওয়াত  (৪১),  ২,০০০/- ৫। রওশন (৩৮), ২,০০০/- ৬। মোঃ মজিবুর (৫০) ১,০০০/-৭। মানিক মিয়া (২৯) ১০,০০০/- ৮। রিপন সাহা (৩৫), ২,০০০/- ৯। রাধা রামন (৪৩)  ২,০০০/- ১০। কামরুল উদ্দিন (৪২) ৫,০০০/- মোট জরিমানা-৩০,০০০/- টাকা।

উল্লেখিত ব্যক্তিদের ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৩৮,৪৫ এবং ৫১ ধারায় সর্বমোট ৩০,০০০/- জরিমানা করা হয়। অধিক  মূল্য/মজুদ ধারির বিরুদ্ধে র‌্যাব এর অভিযান অব্যহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ