কাজি মোস্তফা রুমি :টাঙ্গাইলের গোপালপুর থানার ওপেন হাউজ ডে সভা বক্তব্যে বলেন মাদক আর পুলিশ একসাথে থাকতে পারে না, বললেন গোপালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মোশারফ হোসেন, ওপেন হাউজ ডে তে বক্তারা মাদক সহ কিশোর গ্যাং, বাল্যবিবাহ নিরসনে বিভিন্ন পদক্ষেপ কথা তুলে ধরেন।
গোপালপুর থানার আয়োজনে (১২ মে) বৃহস্পতিবার সকালে থানা হলরুমে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
ওপেন হাউজ ডে অনুষ্ঠানে থানার অফিসার ইনচার্জ মোঃ মোশারফ হোসেন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) মো. সোহেল রানা, অতিথি হিসেবে উপস্থিত গোপালপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযুদ্ধা বীর মুক্তিযোদ্ধা সমেন্দ নাথ সরকার বিমল, গোপালপুর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম মুকুল, গোপালপুর পৌরসভার কাউন্সিলর মো. হিরা শেখ, কাউন্সিলর মঈন উদ্দিন বাবু, মারকাজুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা মোঃ আবু বক্কর, আরো উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, ব্যাংক কর্মকর্তা সুশীল সমাজের ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ, সাংবাদিকসহ আরো অন্যান্য ব্যক্তিগণ।