মোঃবেল্লাল হোসেন
দশমিনা(পটুয়াাখালী) প্রতিনিধি
২০২২সালের এসএসসি ও সমমান পরীক্ষা সারাদেশে ন্যায় একযোগে শুরু হচ্ছে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর)। এ বছর সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের আওয়তায় পটুয়াখালীর দশমিনায় মোট ১হাজার ৮শ’ ৫৫ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করবেন। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে নেয়ার লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে বসানো হয়েছে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১৮টি মাধ্যমিক বিদ্যালয়ের ১হাজার ১শ’ ৫৮জন, ১৯টি মাদ্রাসার ৪শ’ ৮৯জন এবং ২শ’ ১৮জন ভোকেশনাল পরীক্ষার্থী অংশ গ্রহন করছে। মোট ৬টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে নেয়ার লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে বসানো হয়েছে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সেলিম মিয়া জানান, গত ১৯ জুন এসএসসি পরীক্ষা শুরুর কথা থাকলেও সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির কারণে তা পিছিয়ে যায়। এবার সংশোধিত ও পুনর্বিন্যাস করা সিলেবাসে ৩ঘণ্টার পরিবর্তে ২ঘণ্টা পরীক্ষা নেয়া হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএিনও) মোঃ মহিউদ্দিন আল হেলাল বলেন, এখানকার শিক্ষার গুনগত মান উন্নয়নের জন্য প্রতিটি কেন্দ্রে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। এমনকি পরীক্ষায় অনিয়ম হলে তা ক্যামেরায় ধারন হবে। আর তা দেখেই আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে পারবে কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিষ্ট্রেট।