1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
মা ইলিশ রক্ষায় অভিযানে দশমিনা তেঁতুলিয়া নদীতে নির্বাহী অফিসার মোসাঃ তানিয়া ফেরদৌস - dailynewsbangla
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম:
বৈষম্যহীন খিচুড়ি বিতরণ ব্যবস্থা লক্ষ্মীপুরে বিএনপি নেতা উপর হামলা আওয়ামী লীগের কর্মীরা প্রতিবাদে বিক্ষোভ মিছিল  চাপাই নবাবগঞ্জে সাংবাদিককে হত্যা চেষ্টা দৌলতপুর পাইলটের ০৭ ব‍্যাচের দেড় যুগ পূর্তিতে পুনর্মিলনী উদযাপন লক্ষ্মীপুরে সন্ত্রা-সীদের গু-লিতে গু-লিবিদ্ধ এক শিশু পুলিশের কথা বলে বিএনপি ও আ’ লীগ নেতার ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা উত্তোলন বন্ধন অটুট রাখতে ফিলিপনগর হাই স্কুলের ‘এসএসসি-৯২’ ব্যাচের পুনর্মিলনী বোয়ালমারীতে ১০ গ্রামে ঈদুল ফিতর উদযাপন বোয়ালমারীতে ১০ গ্রামে আগামীকাল ঈদ বোয়ালমারীতে ৬ শত অসহায় পরিবার পেলো চেয়ারম্যানের ঈদ খরচ নগদ অর্থ  বোয়ালমারী

মা ইলিশ রক্ষায় অভিযানে দশমিনা তেঁতুলিয়া নদীতে নির্বাহী অফিসার মোসাঃ তানিয়া ফেরদৌস

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০

মো.বেল্লাল হোসেম, দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালী দশমিনা উপজেলায় মা ইলিশ প্রজনন সময় মা ইলিশ রক্ষায় তেঁতুলিয়া নদী শাসনে দশমিনা উপজেলা নির্বাহী অফিসার মোসাঃতানিয়া ফেরদৌস সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

সংশ্লিস্ট সূত্রে জানাজায়, দশমিনা উপজেলা নির্বাহী অফিসার মোসাঃতানিয়া ফেরদৌস । উপ কমিশনার(ভূমি) আবদুল কাইয়ুম । উপজেলা মৎস্য কর্মকর্তা,মাহবুব বলম তালুকদার। অফিসার ইনচার্জ মোঃজসীম । নৌ-পুলিশ ইনচার্জ আব্দুল্লাহ সহ ১০-১২ জনের টিম ৪টি ইউনিটে বিভক্ত হয়ে মা ইলিশ রক্ষায় দশমিনার তেঁতুলিয়া নদীতে রাত ১১ ঘটিকা থেকে ভোর ৫ ঘটিকা পর্যন্ত অভিযান পরিচালোনা করেন ।

অভিযান পরিচালোনার বিষয় মৎস্য কর্মকর্তা জানান,জেলা মৎস্য কর্মকর্তা মহোদয়ের নির্দোশনা ১৪ অক্টোবর থেকে ৪নভেম্বর পর্যন্ত দশমিনা তেতুলিয়া নদীতে মা ইলিশ রক্ষায় সর্বোচ্চ ব্যবস্হা গ্রহন করার নির্দেশ প্রদান করেন ।
দশমিনা উপজেলা নির্বাহী অফিসার মোসাঃতানিয়া ফেরদৌস বলেন, দশমিনায় তেতুলিয়া নদীতে মা ইলিশ প্রজনন সময় কালে কোন জেলে নদীতে মৎস্য শিকার করতে পারবেনা এ জন্য দশমিনা উপজেলা প্রশাসন সকল ধরনের ব্যবস্হা গ্রহন করেছে।

তিনি বলেন মা ইলিশ রক্ষায় নৌ,স্হল,বাজারের হাট গুলোতে প্রশাসন কঠোর নজরদারি করছে । মা ইলিশ রক্ষায় সরকার প্রদেয় সকল আইন যথাযথ ভাবে প্রয়োগ করা হবে বলে জানান । অদ্যদিন অভিযান পরিচালোনার সময় কোন জেলেকে নদীতে পাওয়া যায়নি । মা ইলিশ প্রজনন সময় কালে এ অভিযান পরিচালোনা অভ্যহত থাকবে ।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ