কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে মসলেমপুর এলাকার একজন প্রতিবন্ধীর ভাতার টাকা যাওয়া শুরু করেছে মেম্বারের নগদ নম্বরে। প্রতিবন্ধীর বা তার স্ত্রীর মোবাইল নম্বরের স্থলে কৌশলে নিজের নম্বর ব্যবহার করেছেন বলে অভিযোগ উঠেছে।
গত ৭ -৯ -২০২৩ তারিখে অনলাইনে প্রতিবন্ধী ভাতার আবেদন করেন সংশ্লিষ্ট ব্যক্তি। গত কয়েকদিন আগে উক্ত নম্বরে টাকা গেছে। কিন্তু এসবের কিছুই জানেন না ভুক্তভোগী প্রতিবন্ধী ও তার পরিবার। এ ব্যাপারে সংশ্লিষ্ট ইউপি মেম্বার মোঃ ফারুক হোসেন এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি মোবাইল ফোন রিসিভ করেনি। ভুক্তভোগীর আবেদনের প্রেক্ষিতে ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু এ বিষয়ে সংশ্লিষ্ট ইউপি সদস্যের সাথে যোগাযোগ করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এদিকে সংশ্লিষ্ট ইউপি মেম্বার এর নগদ নম্বরে প্রতিবন্ধী ভাতা অর্থ জমা পড়লেও তিনি এ বিষয়ে প্রতিবন্ধীর পরিবারকে কোন কিছু অবগত করেননি, এমনটি বলছেন ভুক্তভোগী। বিষয়টি এলাকায় জানাজানি হলে ব্যাপক চাঞ্চল্যকর সৃষ্টি হয়। এর আগেও ইউপি মেম্বার মো: ফারুক হোসেন এর বিরুদ্ধে তার পরিবারের মোবাইল নম্বর ব্যবহার করে ভাতা উঠানোর অভিযোগ রয়েছে।
পরে উপজেলা সমাজ সেবা অফিস এমদাদুল হক বিশ্বাস জানান আমি জানতে পেরে মোবাইল নম্বরটা ঠিক করে দেয়। এই মেম্বারের বিরুদ্ধে এমন অভিযোগ আরোও আছে কিনা তা খতিয়ে দেখার জন্য উপজেলা প্রশাসনকে অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগী ও সাধারণ জনগণ।