1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
রাজশাহীতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে যুবক নিহত - dailynewsbangla
শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
বোয়ালমারীতে গরু চুরি করতে গিয়ে ৮ গরু চোর কারাঘরে সিন্ডিকেটের বেড়াজালে বন্দি বরেন্দ্র অঞ্চলের  ধান চাষীরা কম্বিং অপারেশনে ১০লখ টাকার অবৈধ জাল জব্দ মহাদেবপুরে অসহায় দু:স্থদের মাঝে ছাগল বিতরণ করলেন জামায়াত ইসলাম  নিয়ামতপুরে সহকারী কমিশনারের বাসা লক্ষ্য করে গুলি ধামইরহাটে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত বাবা মায়ের কবরের পাশে শায়িত: বগুড়া-৩ আসনের সাবেক এমপি মরহুম আব্দুল মোমিন তালুকদারের দাফন সম্পন্ন ভেড়ামারায় কৃষি প্রযুক্তি মেলা-২০২৫ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বাংলাদেশ স্কাউটস, ভেড়ামারা উপজেলা ত্রৈ-বার্ষিক কাউন্সিল ২০২৫ দৌলতপুরে মোটর সাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

রাজশাহীতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে যুবক নিহত

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ২৯ জুলাই, ২০২৪

রাজশাহীতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে যুবক নিহত

রাজশাহী ব্যুরো :রাজশাহী মহানগরীতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সাব্বির রহমান (২২) নামের এক শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে। এঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৭ জুলাই) রাত ৮.০০টার দিকে রাজশাহী নগরীর চন্দ্রিমা থানাধিন ছোট বনগ্রাম এলাকার কোটাপুকুর মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত সাব্বির ছোট বনগ্রাম পশ্চিমপাড়া এলাকার হায়দার আলীর ছেলে। নিহতের ঘটনায় বাবা হায়দার আলী বাদী হয়ে চন্দ্রিমা থানায় ৩০২/৩৪ পেনাল কোডি একটি হত্যা মামলা দায়ের করেছেন। এরপর মামলার ১ নং আসামী মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনাটি নিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, পাশের এলাকার রকি নামের এক ছেলের থেকে টাকা পেতো সাব্বির। সন্ধ্যার পর সাব্বির, রকির থেকে টাকা চাইলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সাব্বির রকিকে চড়থাপ্পড় মারে। এই বিষয়টিকে স্বাভাবিকভাবে নিতে পারেনি রকি। এরপর রকি, সাব্বিরের এলাকার কয়েকজনকে জানালে তারা এসে সাব্বিরকে বেধড়ক মারধর করে। পরে সাব্বিরের বড় ভাই রাব্বি এগিয়ে আসলে তাকেও মারধর করে মামলার আসামীরা। এক পর্যায়ে সাব্বিরের বুকে চাকু স্টেপ করে এবং ঘটনাস্থলে সাব্বির লুটে পড়ে যায়। ঘটনাস্থল থেকে সাব্বিরকে উদ্ধার করে হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষনা করে কর্তব্যরত চিকিৎসক। তবে সাব্বির কিসের টাকা আর কত টাকা পাবে কেউ নিশ্চিত করেনি।

হত্যার বিষয় নিয়ে চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সিদ্দিকুর রহমান জানান, ছুরিকাঘাতে একজন নিহত হয়েছে। এঘটনায় ঘটনায় রাতেই নিহতের বাবা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। এই মামলায় এখন পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে। নিহত যুবকের লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ