ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
২০ বছর পর রায়: খ্রিস্টান সম্প্রদায়ের দুইজনকে হত্যায় ৪ জনের যাবজ্জীবন পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত  প্রশিক্ষণ কোর্স এর উদ্বোধন করলেন এসপি সাফিউল সারোয়ার দিনাজপুরের কৃতি সন্তান রোকমুনুর জামান রনি আবারও বেসিস সহায়ক কমিটিতে নির্বাচিত পদ্মার চরে বন্দুকযুদ্ধে নিহত ৩, গুলিবিদ্ধ ২ যাকেই মনোনয়ন দেওয়া হবে তার পক্ষে কাজ করতে হবে, তারেক রহমান আবারো ভালো কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কারে ভূষিত হলেন ওসি শাহিন রেজা  মাদকমুক্ত সমাজ গড়তে সামাজিক আন্দোলনের বিকল্প নেই–ইউএনও আরিফুজ্জামান  ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফেস্টিভ্যালে ইংরেজি বিতর্কে চ্যাম্পিয়ন সরকারি বালিকা বিদ্যালয় লালপুরে নারীর জাগরণ মঞ্চ করলেন- পুতুল নারীর অগ্রযাত্রায় জিয়া পরিবার ভূমিকা রেখেছে ঐতিহাসিকভাবে—অধ্যাপক শহীদুল

ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফেস্টিভ্যালে ইংরেজি বিতর্কে চ্যাম্পিয়ন সরকারি বালিকা বিদ্যালয়

ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফেস্টিভ্যালে ইংরেজি বিতর্কে চ্যাম্পিয়ন সরকারি বালিকা বিদ্যালয়

বোয়ালমারীর মডেলেই ফরিদপুরকে গড়ে তুলতে চান জেলা প্রশাসক

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফেস্টিভ্যাল–২০২৫’। সোমবার (২৭ অক্টোবর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই উৎসব ও ইংরেজি বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়।

বিতর্ক প্রতিযোগিতায় বোয়ালমারী সরকারি বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে, আর সহস্রাইল পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয় হয় রানার্সআপ।
উপজেলার মোট ১৬টি শিক্ষা প্রতিষ্ঠান এ উৎসবে অংশ নেয়। উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্যোগে ইংরেজি ভাষা শিক্ষার গুরুত্ব তুলে ধরে আকর্ষণীয় প্রদর্শনী ও উপস্থাপনা প্রদর্শন করে।

ফেস্টিভ্যালের স্টলসমূহ পরিদর্শন করেন ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা। তিনি শিক্ষার্থীদের অংশগ্রহণ ও সৃজনশীল উদ্যোগের প্রশংসা করেন।

বিতর্ক প্রতিযোগিতা শেষে জেলা প্রশাসক বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন— “বিতর্ক শিক্ষার্থীদের চিন্তাশক্তি, আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়তা করে। আমরা শুধু মেধাবী মানুষ নয়, আলোকিত ও মানবিক মানুষ গড়ে তুলতে চাই, যারা দেশের ও মানুষের কল্যাণে কাজ করবে।”

তিনি আরও বলেন, “আজ বোয়ালমারীতে যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেটি একটি মডেল কার্যক্রম। এই মডেল অনুসরণ করে আমি পুরো ফরিদপুর জেলাকে উন্নয়নের নতুন রূপে গড়ে তুলতে চাই।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জালাল উদ্দিন, কৃষি কর্মকর্তা আলভীর রহমান, বোয়ালমারী থানার ওসি মাহমুদুল হাসানসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থী।

বিতর্ক প্রতিযোগিতার মডারেটর ছিলেন মাগুরার সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর রিজভী জামান। বিচারকের দায়িত্ব পালন করেন সরকারি রাজেন্দ্র কলেজের প্রভাষক কামাল উদ্দীন ও সরকারি ইয়াছিন কলেজের প্রভাষক মনির হোসেন।

উল্লেখ্য, উপজেলার ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে গত ১৩ অক্টোবর দুটি ভেন্যুতে শুরু হওয়া এই ইংরেজি বিতর্ক প্রতিযোগিতার সফল সমাপ্তি ঘটে সোমবারের গ্র্যান্ড ফাইনালের মাধ্যমে।

অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা, ডিজিটাল হাজিরা ব্যবস্থা, আধুনিক ডাস্টবিনসহ নানা শিক্ষা উপকরণ বিতরণ করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

২০ বছর পর রায়: খ্রিস্টান সম্প্রদায়ের দুইজনকে হত্যায় ৪ জনের যাবজ্জীবন

ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফেস্টিভ্যালে ইংরেজি বিতর্কে চ্যাম্পিয়ন সরকারি বালিকা বিদ্যালয়

আপডেট টাইম : ০৬:০৮:২৯ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফেস্টিভ্যালে ইংরেজি বিতর্কে চ্যাম্পিয়ন সরকারি বালিকা বিদ্যালয়

বোয়ালমারীর মডেলেই ফরিদপুরকে গড়ে তুলতে চান জেলা প্রশাসক

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফেস্টিভ্যাল–২০২৫’। সোমবার (২৭ অক্টোবর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই উৎসব ও ইংরেজি বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়।

বিতর্ক প্রতিযোগিতায় বোয়ালমারী সরকারি বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে, আর সহস্রাইল পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয় হয় রানার্সআপ।
উপজেলার মোট ১৬টি শিক্ষা প্রতিষ্ঠান এ উৎসবে অংশ নেয়। উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্যোগে ইংরেজি ভাষা শিক্ষার গুরুত্ব তুলে ধরে আকর্ষণীয় প্রদর্শনী ও উপস্থাপনা প্রদর্শন করে।

ফেস্টিভ্যালের স্টলসমূহ পরিদর্শন করেন ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা। তিনি শিক্ষার্থীদের অংশগ্রহণ ও সৃজনশীল উদ্যোগের প্রশংসা করেন।

বিতর্ক প্রতিযোগিতা শেষে জেলা প্রশাসক বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন— “বিতর্ক শিক্ষার্থীদের চিন্তাশক্তি, আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়তা করে। আমরা শুধু মেধাবী মানুষ নয়, আলোকিত ও মানবিক মানুষ গড়ে তুলতে চাই, যারা দেশের ও মানুষের কল্যাণে কাজ করবে।”

তিনি আরও বলেন, “আজ বোয়ালমারীতে যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেটি একটি মডেল কার্যক্রম। এই মডেল অনুসরণ করে আমি পুরো ফরিদপুর জেলাকে উন্নয়নের নতুন রূপে গড়ে তুলতে চাই।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জালাল উদ্দিন, কৃষি কর্মকর্তা আলভীর রহমান, বোয়ালমারী থানার ওসি মাহমুদুল হাসানসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থী।

বিতর্ক প্রতিযোগিতার মডারেটর ছিলেন মাগুরার সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর রিজভী জামান। বিচারকের দায়িত্ব পালন করেন সরকারি রাজেন্দ্র কলেজের প্রভাষক কামাল উদ্দীন ও সরকারি ইয়াছিন কলেজের প্রভাষক মনির হোসেন।

উল্লেখ্য, উপজেলার ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে গত ১৩ অক্টোবর দুটি ভেন্যুতে শুরু হওয়া এই ইংরেজি বিতর্ক প্রতিযোগিতার সফল সমাপ্তি ঘটে সোমবারের গ্র্যান্ড ফাইনালের মাধ্যমে।

অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা, ডিজিটাল হাজিরা ব্যবস্থা, আধুনিক ডাস্টবিনসহ নানা শিক্ষা উপকরণ বিতরণ করেন।