জিল্লুর রহমান: মহান ২১শে ফেব্রুয়ারি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কনফারেন্স রুমে আলোচনা সভা, পুরস্কার বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য এ্যাড. আঃকাঃমঃ সরওয়ার জাহান বাদশাহ্, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন। এসময় আরো উপস্থিত ছিলেন -উপজেলা ভাইস চেয়ারম্যান সাক্কীর আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আহ্বায়ক উপজেলা প্রানী সম্পদ অফিসার আব্দুল মালেক,
দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মজিবর রহমান, রিফাইতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম জামিরুল ইসলাম বাবু,বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহি উদ্দিন বিশ্বাস, দৌলতপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিবুল ইসলাম মহি, দৌলতপুর শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক সরকার আমিরুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা মোঃ সোহবান,বীর মুক্তিযোদ্ধা মোঃ কাওসার আলী, বীর মুক্তিযোদ্ধা মোঃ হায়দার আলী,উপজেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ ছাদিকুজ্জামান খান সুমন,অনুষ্ঠানে শিশু শিল্পীরা বাংলা ভাষার উপরে কবিতা আবৃত্তি-সঙ্গীত পরিবেশন করেন।
পরে বিজয়ীদের মাঝে অতিথিরা পুরুস্কার বিতরণ করেন। এসময় পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক শরিফুল ইসলাম। আলোচনা সভায় সবস্তরে বাংলা ভাষার সঠিক ব্যবহারের উপর গুরুত্বরোপ করা হয়।