ঢাকা ১২:৫১ অপরাহ্ন, বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
মনোনয়ন না পেয়ে যা বললেন রুমিন ফারহানা ভেড়ামারায় মাদক প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ভীমরুলের কামড়ে শিশুর মৃত্যু  কুষ্টিয়া-১ আসনে মনোনয়ন পেয়ে নেতা-কর্মীদের বাড়ি বাড়ি শুভেচ্ছা বিনিময় করছেন বাচ্চু মোল্লা লক্ষ্মীপুরে তওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে ছাত্রদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত মান্দায় সার সিন্ডিকেটের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ আর কি দখল মুক্ত হবে? বোয়ালমারী চিতারবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি ঘোড়াঘাটে হিজড়া থাকলেও ভোটার তালিকায় তৃতীয় লিঙ্গের ক্যাটাগরি শূন্য নির্বাচন বানচালকারীদের দাঁতভাঙা জবাব দিতে হবে — অধ্যাপক শহিদুল ইসলাম বরেন্দ্র অঞ্চলে অতিরিক্ত বৃষ্টিতে আমন ধানসহ শীতকালীন সব্জির ব্যাপক ক্ষতি 

সৈয়দপুরে নির্বাচনী সহিংসতায় নিহত ১, আহত ৫

নীলফামারীর সৈয়দপুর পৌরসভা নির্বাচনে সহিংসতায় কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ

রেজা মাহমুদ,নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর পৌরসভা নির্বাচনে সহিংসতায় কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ছোটন অধিকারী (৫২) নামে ১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫জন। তিনি শহরের মুন্সিপাড়া এলাকার মৃত নিতাই অধিকারীর ছেলে। নিহত ছোটন কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম রয়েলের (ব্রিজ মার্কা) সমর্থক ছিলেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, সকাল ৮টা থেকে শান্তিপূর্ণ ভোট চলছিল। বেলা ১১টার পর ৫ নম্বর ওয়ার্ডের দুই কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম রয়েল ও আখতার হোসেন ফেকুর সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে হাতাহাতি থেকে তা পাল্টাপাল্টি ধাওয়ায় রূপ নেয়। এতে ছোটন অধিকারী মাটিতে পড়ে যায়। সাথে সাথে তাকে ১০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত দুইজন একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সৈয়দপুর পৌর আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম জানান, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সামান্য ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। বড় কোনো ঘটনা নয়। সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ওমিদুল হাসান জানান, দুপুর একটায় ছোটন অধিকারীকে তার স্ত্রী ও লোকজন হাসাপাতালে নিয়ে আসে। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। আহত দুইজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আবুল হাসনাত খান মুঠোফোনে জানান, খবর পেয়েছি একজনকে হাসাপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছিল, তিনি মারা গেছেন। কোনো ভোট কেন্দ্রে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেনি।

তার মৃত্যুর কারণ জানার চেষ্টা করছি এদিকে কেন্দ্রে থেকে এজেন্টদের বের করে দেয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে নীলফামারীর সৈয়দপুর পৌর নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন জাপা মেয়র প্রার্থী সিদ্দিকুল আলম ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মেয়ের প্রার্থী নুরুল হুদা। এছাড়াও কারচুপির অভিযোগ এনে বেলা দেড়টার দিকে ১৪ ও ১৫ নং ওয়ার্ডে আটজন কাউন্সিলর প্রার্থী সংবাদ সম্মেলণ করে ভোট বর্জন করেছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

মনোনয়ন না পেয়ে যা বললেন রুমিন ফারহানা

সৈয়দপুরে নির্বাচনী সহিংসতায় নিহত ১, আহত ৫

আপডেট টাইম : ০৭:৩৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১

রেজা মাহমুদ,নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর পৌরসভা নির্বাচনে সহিংসতায় কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ছোটন অধিকারী (৫২) নামে ১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫জন। তিনি শহরের মুন্সিপাড়া এলাকার মৃত নিতাই অধিকারীর ছেলে। নিহত ছোটন কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম রয়েলের (ব্রিজ মার্কা) সমর্থক ছিলেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, সকাল ৮টা থেকে শান্তিপূর্ণ ভোট চলছিল। বেলা ১১টার পর ৫ নম্বর ওয়ার্ডের দুই কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম রয়েল ও আখতার হোসেন ফেকুর সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে হাতাহাতি থেকে তা পাল্টাপাল্টি ধাওয়ায় রূপ নেয়। এতে ছোটন অধিকারী মাটিতে পড়ে যায়। সাথে সাথে তাকে ১০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত দুইজন একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সৈয়দপুর পৌর আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম জানান, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সামান্য ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। বড় কোনো ঘটনা নয়। সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ওমিদুল হাসান জানান, দুপুর একটায় ছোটন অধিকারীকে তার স্ত্রী ও লোকজন হাসাপাতালে নিয়ে আসে। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। আহত দুইজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আবুল হাসনাত খান মুঠোফোনে জানান, খবর পেয়েছি একজনকে হাসাপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছিল, তিনি মারা গেছেন। কোনো ভোট কেন্দ্রে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেনি।

তার মৃত্যুর কারণ জানার চেষ্টা করছি এদিকে কেন্দ্রে থেকে এজেন্টদের বের করে দেয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে নীলফামারীর সৈয়দপুর পৌর নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন জাপা মেয়র প্রার্থী সিদ্দিকুল আলম ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মেয়ের প্রার্থী নুরুল হুদা। এছাড়াও কারচুপির অভিযোগ এনে বেলা দেড়টার দিকে ১৪ ও ১৫ নং ওয়ার্ডে আটজন কাউন্সিলর প্রার্থী সংবাদ সম্মেলণ করে ভোট বর্জন করেছেন।