দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি: মোবাইল ব্যাংকিং সিস্টেম বিকাশের একাউন্ট হ্যাক করে এক ইউপি সদস্যর অর্থ চুরি ঘটনায় পটুয়াখালীর দশমিনা থানায় জিডি। শুক্রবার রাত পৌনে ১১টায় প্রতারণার শিকার ইউপি সদস্য বিকাশ হট লাইনে ফোন করে সুরাহা পায়নি বলে শনিবার লিখিত জিডি আবেদনে অভিযোগ।
অভিযোগে জানা যায়, উপজেলার দশমিনা সদর ইউপি সদস্য-০১ মো. মনিরুজ্জামান মনির’র ব্যবহৃত ০১৬০৮১৭৬৩০৫ নাম্বারে অজ্ঞাত নামীয় ০১৭৩৬৪৮৪৩১৩ মোবাইল নাম্বার থেকে শুক্রবার রাত ১০:৫০ সময়ে কল করে কৌশলে ১০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। বিষয়টি বুঝতে পেরে বিকাশ হট লাইন ১৬২৪৭ এ অভিযোগ করেন ইউপি সদস্য মনির।
ঘটনার পর থেকে প্রতারকের নাম্বার বন্ধ রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শনিবার দশমিনা থানায় ৯৬৬ নং জিডি করেন।
এ ঘটনায় দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম বলেন, বিষয়টি লিখিত পেয়েছি প্রতারক চক্র ধরছে পুলিশ কাজ করছে।