শিব্বির আহমদ আরজু, হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচংয়ে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়েছে। দীর্ঘদিন যাবত এক শ্রেণির অসাধু ব্যবসায়ীরা বিভিন্ন হাটবাজারে রূপচাঁদা মাছ বলে পিরানহা মাছ বিক্রি করে আসছে।
উপজেলা সদরের বড়বাজার, গ্যানিংগঞ্জ বাজার, আদর্শ বাজার, ৫/৬ নং বাজারসহ গ্রামগঞ্জের প্রতিটি বাজারেই প্রকাশ্যে/অপ্রকাশ্যে এসব নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি করছে একটি অসাধু চক্র। এরই অভিযোগে শনিবার (২৮ আগস্ট) দুপুরে আদর্শ বাজার থেকে পিরানহা মাছ জব্দ করে উপজেলা মৎস্যবিভাগ।
বানিয়াচং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম জানান, পিরানহা মাছের প্রজনন, চাষ, ক্রয়- বিক্রয় মৎস্য সংরক্ষণ আইনে দন্ডনীয় অপরাধ। তাই মাছগুলো জব্দ করা হলো। ভবিষ্যতে কোন মৎস্যজীবিকে এধরণের কার্যক্রমে জড়িত পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।