1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
লক্ষ্মীপুর বশিকপুরে জমি কিনে বিপাকে ব্যবসায়ী - dailynewsbangla
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে এসএসসি ব্যাচ ১৯৮৬ এর প্রথম মিলন মেলা অনুষ্ঠিত নওগাঁয় শৃঙ্খলা ফেরাতে বিশেষ অভিযান শুরু বোয়ালমারীতে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের ৯ম মৃত্যুবার্ষিকীতে দোয়ার আয়োজন ভেড়ামারায় ভুয়া ডাক্তার আটক, ভ্রাম্যমান আদালতে ৩ মাসের জেল অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত দৌলতপুরে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে (ইউএনও)’র মত বিনিময় সভা ভেড়ামারায় পৌরসভা নগর উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভেড়ামারায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মহাদেবপুরে বিএনপি’র সৌহার্দ ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত বন্ধ হওয়া উত্তরা এক্সপ্রেস ট্রেন আবারও চালুর দাবিতে স্মারকলিপি প্রদান

লক্ষ্মীপুর বশিকপুরে জমি কিনে বিপাকে ব্যবসায়ী

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ২৯ মে, ২০২২

সোহেল হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে ব্যবসায়ী আবুল কালাম ভূঁইয়ার কেনা প্রায় ১৩ শতাংশ জমি জোরপূর্বক দখলের পাঁয়তারা করার অভিযোগ উঠেছে। জমির পূর্বের মালিক বাহার উদ্দিন ও তার ভাই নুর নবী বাবুল জমিটি দখলে নিতে মামলা দিয়ে কালামকে হয়রানি করে আসছে। রোববার (২৯ মে) বিকেলে ভূক্তভোগী কালাম বিষয়টি নিশ্চিত করেন।

এরআগে ২৬ মে কালাম একই ঘটনায় বিচার চেয়ে ৬ জনের নামে চন্দ্রগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন। পরে ২৮ মে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ভুক্তভোগী কালাম সদর উপজেলার ৭নং বশিকপুর ইউনিয়নের নন্দীগ্রামের ভূঁইয়া বাড়ির মৃত আজিজ উল্যা ভূঁইয়ার ছেলে ও স্থানীয় নাগেরহাট বাজারের ব্যবসায়ী। অভিযুক্তরা বাহার ও বাবুল একই গ্রামের মৃত গোলাম মাওলার ছেলে।

অভিযোগ সূত্র জানায়, ২০২১ইং সালে কালাম ১৩.২৫ শতাংশ জমি বাহারদের কাছ থেকে ক্রয় করেন। এর পাশেই কালামের আরও ৬ শতাংশ জমি রয়েছে। সেখানে কালামের বোন ৫০ বছর ধরে বসবাস করে আসছে। সম্প্রতি বাহার ও বাবুল তাদের বিক্রি করা জমিটি ফের দখলে নিতে চেষ্টা চালায়। এই নিয়ে তারা কালামের বিরুদ্ধে থানা ও আদালতে মামলাও দায়ের করে।

পরে ঘটনাটি ৩ জন আইনজীবীর মাধ্যমে মীমাংসা হয়। এতে কালাম জমির মালিক বলে প্রমাণিত হয়। বৈঠকে মীমাংসা হলে ২৬ মে বাহার ও বাবুল লোকজন নিয়ে এসে কালাম ও তার বোনের অনুপস্থিতিতে ওই জমিতে একটি ঘর নির্মাণের চেষ্টা চালায়। এতে বাধা দিলে তারা কালামসহ তার পরিবারকে হত্যার হুমকি দেয়।

বক্তব্য জানতে অভিযুক্ত নুরনবী বাবুলের মোবাইল ফোনে একাধিকার কল করলেও তিনি রিসিভ করেননি। তবে তার বোন খোদেজা বেগম বলেন, জমির মালিক আমরা। কালাম জোরপূর্বক দখল করে আসছে। সেখানে ঘর নির্মাণ করলে তারা তা ভেঙে নিয়ে যায়। এই ঘটনায় তারা আমাদেরকে মামলায় জড়িয়ে হয়রানি করার হুমকি দিচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ