হেলাল মজুমদার ভেড়ামারাঃ আজ বৃহস্পতিবার বেলা ১১.০০ ঘটিকার সময় ভেড়ামারা পৌরসভার ৮ নং ওয়ার্ড মঠপাড়ায় শ্মশান ঘাটে ভরাটের কাজে ওভার লোডেড ট্রাকে বালি পরিবহনের মাধ্যমে ইচ্ছাকৃতভাবর রাস্তা ধ্বংস করে জাতীয় সম্পদের ক্ষতি সাধনের প্রতিবাদে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার লক্ষ নিয়ে বাংলার মাটি রক্ষা জাতীয় কমিটির ডাকে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
মানববন্ধন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক, রেল আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব, বিশিষ্ট সমাজসেবক সোলায়মান চিশতী ও কুষ্টিয়া জেলা কমিটির অাহ্বায়ক সাংবাদিক মনোয়ার হোসেন মারুফ সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
মানববন্ধনে সরকারি সম্পদ বিনষ্টকারী সরকারের বিপুল পরিমান অর্থের ক্ষতির সাথে জড়িতদেরকে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
উল্লেখ্য, ভেড়ামারা শহরে প্রবেশের গুরুত্বপূর্ণ ২২ পুট দীর্ঘ পিচঢালা সড়ক অতিরিক্ত ভার বহন করা ড্রাম ট্রাকের অতিরিক্ত চলাচলের কারনে পথচারীদের চলাচল বন্ধ হয়ে যাওয়ায় এলাকাবাসীর দুর্ভোগের নিরসনের উদ্দেশ্যে সরকারের যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ ও প্রতিকারের উদ্দেশ্যে পূর্বঘোষিত কর্মসূচি পালন করা হয়।