হেলাল মজুমদার কুষ্টিয়া কুষ্টিয়ার ভেড়ামারায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও সার বিতরণ। গতকাল রবিবার বিকেল তিনটার সময় ভেড়ামারা উপজেলা পরিষদ হলরুমে ২০২৩-২৪ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় রবি -২০২৩-২৪ মৌসুমে সরিষা, ভুট্টা, গম, মসুর, খেসারী, শীতকালীন পেঁয়াজ ও মুগ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মাহমুদা সুলতানা, ভেড়ামারা উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এস এম আনছার আলী,শাহানাজ ফেরদৌসী কৃষি সম্প্রসারণ অফিসার, তনুশ্রী দেবনাথ কৃষি সম্প্রসারণ অফিসার প্রমুখ। উল্লেখ্য ভেড়ামারা উপজেলার ৬ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৩৫২০ জন ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে সরিষা, ভুট্টা, গম, মসুর, খেসারী, পেঁয়াজ সহ বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।