পালিয়ে থাকা একাধিক মামলার আসামি রানাকে পাঁচ বছর পর গ্রেফতার করলো পুলিশ
মোহাম্মদ আককাস আলী : পালিয়ে থাকা একাধিক মামলার আসামি সোহেল রানাকে (২৮) পাঁচ বছর পর
শুক্রবার উপজেলার চকরাজা এলাকা থেকে গ্রেফতার করলো মহাদেবপুর থানাপুলিশ। সোহেল রানা উপজেলার ভীমপুর ইউনিয়নের চকরাজা গ্রামের মো. সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ জানান,সোহেল রানার বিরুদ্ধে মহাদেবপুর থানায় ছয়টি জিআর মামলার ওয়ারেন্ট রয়েছে। এছাড়া অপর একটি জিআর মামলায় সাজা ওয়ারেন্ট রয়েছে। এর মধ্যে একটি মামলায় তার সাজা হয়েছে।
ওসি মো.রুহুল আমীন জানান,চকরাজা থেকে সোহেল রানা নামে এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।