বগুড়া আদমদীঘিতে গাঁজা সহ মাদক কারবারি গ্রেফতার
(বগুড়া ) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘির অদুরে শিবপুর শারীব এগ্রো লিঃ-এর সামনে বাস তল্লঅশি করে এক কেজি গাঁজাসহ আলমগীর কবির (৩৩) নামের এক মাদক কারবারিকে
গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা। বুধবার (২৯ মে) সন্ধ্যায় ঢাকা
থেকে ছেড়ে অঅসা নওগাঁ গামী শাহ ফতেহ আলী নামক বাসের যাত্রীর নিকট থেকে উক্ত পরিমান গাঁজা
জব্দ করা হয়। উক্ত আলমগীর কবির নওগাঁ জেলার পোরশা উপজেলার চক নারায়ন গ্রামের সহিজুদ্দিনের
ছেলে। এ ঘটনায় আজ বৃহস্পতিবার (৩০ মে) আদদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সান্তাহার
সার্কেলের পরিদর্শক এলতাজস উদ্দিন বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যা জানান, আজ বুধবার মাদক বিরোধী অভিযান কালে বগুড়া-নওগাঁ মহা সড়কের আদমদীঘির শিবপুর শারীব এগ্রো লিঃ-এর নিকট চেকপোষ্ট বসানো হয়।
সন্ধ্যায় নওগাঁগামী ঢাকা মেট্রো-ব-১৪-৭৬০৫ নম্বর শাহ ফতেহ আলী বাসে তল্লাশি কালে এফ-১
নম্বর সিটে বসা টিকিট ছাড়া নযাত্রী আলমগীর কবিরের দু পায়ের ফাঁকে রাকা একটি স্কুল
ব্যাগ তল্লাশি করে এক কেজি গাঁজা জব্দ করে তাকে গ্রেফতার করা হয়।