1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
চারঘাটের ভ্যান চালক হত্যাকান্ডের ৩ আসামীর যাবজ্জীবন - dailynewsbangla
রবিবার, ২০ জুলাই ২০২৫, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম:
নেসকোর নিয়োগে তিন দফা দাবি নিয়ে রাজপথে রুয়েট শিক্ষার্থীরা ফিলিপনগরে পাঁচ হাজার গাছের চারা বিতরণ করলেন পি.এস.এস. মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মুহাম্মাদ খাজা আহমেদ ভেড়ামারায় ১৬ই জুলাই শহীদ দিবস পালিত  ষাটোর্ধ্ব বৃদ্ধ মাকে বাড়ি থেকে বের করে দিলেন পাষণ্ড সন্তান লালপুরে সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযান: গাঁজা গাছসহ বাবা-মেয়ে আটক। ঘোড়াঘাট পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা ঠাকুরগাঁওয়ে ন্যায়কুঞ্জ ও তথ্য সেবা কেন্দ্রের উদ্বোধন করলেন বিচারপতি রূপগঞ্জ পূনর্গঠনের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা এবং সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বোয়ালমারীতে বিক্ষোভ সমাবেশ     বোয়ালমারীর চতুল ইউনিয়ন ভূমি অফিসে টাকা ছাড়া ফাইল নড়ে না

চারঘাটের ভ্যান চালক হত্যাকান্ডের ৩ আসামীর যাবজ্জীবন

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ৯ জুন, ২০২৪

চারঘাটের ভ্যান চালক হত্যাকান্ডের ৩ আসামীর যাবজ্জীবন

 

রাজশাহী ব্যুরো: রাজশাহীর চারঘাট উপজেলার ভ্যান চালক জালাল উদ্দিন হত্যাকান্ডের দায়ে ৩ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। রবিবার (৯জুন) দুপুর সোয়া ১ টায় রাজশাহী আদালতের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল এবং বিশেষ দায়রা জজ আদালত নং-২ এর বিজ্ঞ বিচারক মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক এই আদেশ দেন। যার মামলা নং ৮ (চারঘাট থানা), জি.আর নং:২৬১ /২০ এবং দায়রা নং:১০৫/২২। আসামীদের ১৬৪ ধারায় জবানবন্দি ও সাক্ষীদের সাক্ষ্যগ্রহন শেষে হত্যাকান্ডের মুল পরিকল্পনাকারি জুলহাস ইমরুল কায়েস ওরফে জুয়েলসহ হত্যাকারি মাসুদ রানা ও মিনারুল ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দেওয়া হয়। এসময় রাষ্ট্রপক্ষের আইনজীবী আসাদুজজামান মিঠু ও আসামীপক্ষে আইনজীবী হিসেবে এ্যাড: হামিদুল হক, এ্যাড: সাজজাদ হোসেন প্রামানিক এবং এ্যাড মোঃ হুমায়ন কবির (সাম্মি) উপস্থিত ছিলেন। রায় শেষে গণমাধ্যমের উদ্দেশ্য রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আসাদুজজামান মিঠু জানান, এজাহারকারী মোঃ আঃ মানিক গত ১০/১০/২০২০ তারিখ চারঘাট মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় উল্লেখ করা হয় গত ০৯/১০/২০২০ খ্রিঃ সন্ধ্যা অনুমান ৫.৪৫ ঘটিকার সময় চারঘাট চৌ-রাস্তার মোড় হতে বাদীর বাবা ভিকটিম ব্যাটারী চালিত অটো ভ্যানে ২/৩ জন অজ্ঞাত নামা যাত্রীসহ রওনা করেন। একই তারিখ রাত অনুমান ৬.৪৫ ঘটিকায় চারঘাট থানাধীন পশ্চিম বালিয়াডাঙ্গা গ্রাম জনৈক মোঃ জুয়েল এর আম বাগানের পূর্ব পার্শে হেয়ারিং রাস্তা সংলগ্ন মেহগুনী গাছের গোড়ায় বাদীর বাবা (ভিকটিম) বাঁচাও বাঁচাও বলে ডাক চিৎকার করলে জনৈক জীবন সরকার ও মোঃ তহুরুলদ্বয় ঘটনাস্থলে এসে তার বাবাকে গলার ডান পার্শ্বে গুরুতর জখম অবস্থায় দেখতে পেয়ে তাৎক্ষনিক ভাবে তহুরুলের এর ভ্যানযোগে বাদীর বাবাকে চারঘাট উপজেলা স্বস্থ্য কমপ্রেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চিকিৎসা প্রদান করা অবস্থায় ০৯/১০/২০২০ খ্রিঃ সন্ধ্যা অনুমান ৭.৩০ ঘটিকার সময় বাদীর বাবা ভিকটিম জালাল উদ্দিনকে মৃত বলে ঘোষণা করেন। উত্ত ঘটনার বিষয়টি চারঘাট মডেল থানায় মোবাইল ফোনে সংবাদ পাইলে থানা পুলিশ স্থানীয় জনগনের সহায়তায় বাদীর বাবার ব্যবহৃত ভ্যানটি পুকুরের পানি হতে উদ্ধার করে ও হাসপাতালে পৌছে বাদীর বাবার মৃত দেহ উদ্ধার পৃর্বক পুলিশ কার্যক্রম গ্রহণ করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালে পোস্টমর্টেমের জন্য মর্গে পাঠায়। অতঃপর অভিযোগ প্রাথমিক ভাবে প্রমাণিত হওয়ায় গত ২৫/০৪/২০২১ তারিখে চারঘাট থানার তদন্তকারী কর্মকর্তা বাংলাদেশ দন্ডবিধি এর ৩০২/৩৪ ধারায় অভিযোগ পত্র দাখিল করেন। এরপর আসামীদের উপস্থিতিতে বাংলাদেশ দন্ডবিধি এর ৩০২/৩৪ ধারায় চার্জ গঠন করা হয়। আসামীদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণের জন্য ১৭ জন সাক্ষিকে আদালতে উপস্থাপন পূর্বক পরীক্ষা করেছেন। আসামীদেরকে ফৌজদারি কার্যবিধি এর ৩৪২ ধারায় পরীক্ষা করা হয়েছে। সাক্ষ্য প্রমাণ শেষে রায়ের মর্ম মতে আদেশ হয় যে, আসামী ১। মোঃ মিনারুল ইসলাম, পিতা-মৃত রুস্তম আলী ২। মোঃ মাসুদ রানা, পিতা-মোঃ মোকছেদ আলী, উভয় সাং- আস্করপুর ৩।মোঃ জুলহাস ইমরুল কায়েস ওরফে জুয়েল, সাং-সাদিপুর (পৌর অংশ), সর্ব থানা-চারঘাট, জেলা-রাজশাহী দের বিরুদ্ধে বাংলাদেশ দন্ডবিধি এর ৩০২/৩৪ ধারার অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় তাদের প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড তৎসহ প্রত্যাককে ২০,০০০/-(বিশ হাজার) টাকা জরিমানা অনাদায়ে আরো ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়। উক্ত সাজা গণনার ক্ষেত্রে দি কোড অব ক্রিমিনাল প্রসিডিউর ১৮৯৮ এর ৩৫/এ ধারা এর বিধান প্রযোজ্য হবে। আসামিরা ইতিপূর্বে যে কয়দিন হাজতে ছিল, তা মূল দন্ড থেকে বিয়োজন হবে বলে আদেশে উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ