1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
বগুড়ায় নদী থেকে  বালু উত্তোলন করার সময় ভ্রাম্যমান আদালতের অভিযান  - dailynewsbangla
শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
ঘোড়াঘাটে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ ও পাশের হারের শীর্ষে রানীগঞ্জ আদর্শ বিদ্যানিকেতন নওগাঁর ৭০ শতাংশ সড়কবাতি নষ্ট হওয়ায় বেড়েছে চুরি-ছিনতাই বাঘায় মাদ্রাসার সরকারি বরাদ্দকৃত প্রকল্পের টাকা ভাগ-বাটোয়ারা গল্প: চরাঞ্চলের এক নক্ষত্র – আলাল ভাই – পর্ব-২ গল্প: আলাল কানা – অন্ধ জীবনের বর্ণময় প্রদীপ- পর্ব ১ বোয়ালমারীতে যৌথ বাহিনীর অভিযান, ইয়াবা সহ ব্যবসায়ী আটক দৌলতপুর সীমান্তে ১ কোটি ৮৪ লাখ টাকার অবৈধ জাল জব্দ: বিজিবি ও প্রশাসনের বড় সাফল্য দৌলতপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে তুলার বীজ বিতরন বোয়ালমারীতে যৌথ বাহিনীর অভিযান মাদকসহ গ্রেপ্তার ২ আলফাডাঙ্গায় ভুয়া ডেন্টাল ডাক্তারের এক বছরের  কারাদণ্ড ও লাখ টাকা জরিমানা

বগুড়ায় নদী থেকে  বালু উত্তোলন করার সময় ভ্রাম্যমান আদালতের অভিযান 

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ১৪ জুলাই, ২০২৪

বগুড়ায় নদী থেকে  বালু উত্তোলন করার সময় ভ্রাম্যমান আদালতের অভিযান 

 (বগুড়া) প্রতিনিধি : বগুড়া জেলার  দুপচাঁচিয়া উপজেলার পূর্ব আলোহালী, গয়াবান্দা, পলিপাড়া, কাশিমালা সহ বিভিন্ন এলাকায় অবৈধভাবে নাগর নদ থেকে বালু উত্তোলনের সময় ভ্রাম্যমান আদালত অভিযান চালান। ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারী শ্রমিকরা পালিয়ে গেলেও আদালত বালু ভর্তি ৭টি ট্রাক জব্দ করেছেন এবং সাজু মিয়া নামে এক বালু উত্তোলনকারীকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন। গতকাল শনিবার সকালে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এসিল্যান্ড লিজা আক্তার বিথী এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দুপচাঁচিয়া উপজেলা পূর্ব আলোহালী, গয়াবান্দা, পলীপাড়া, কাহালুর কাশিমালা এলাকায় অর্থলিপ্সু এক শ্রেণির বালু ব্যবসায়ী নাগর নদে বালু উত্তোলন করে ট্রাক বোঝাই করে বিক্রি করে আসছে। বিশাল আকারে গভীর করে নাগর নদ থেকে এই বালু উত্তোলনের ফলে ফলে নদী সংলগ্ন এলাকার ফসলী জমি, বাড়ি-ঘর, রাস্তাঘাট ও নদী রক্ষা বাঁধ হুমকির মুখে পড়েছে। খবর পেয়ে ঘটনার দিন গতকাল শনিবার সকালে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এসিল্যান্ড লিজা আক্তার বিথী ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় বালু উত্তোলনকারী শ্রমিকরা পালিয়ে গেলেও বালু উত্তোলনকারী কাহালু ছাতুয়ারপাড়া আব্দুল খালেকের ছেলে সাজু মিয়াকে আটক করে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। সেই সাথে বালু বহনের সময় ৭টি ট্রাক জব্দ করেন। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এসিল্যান্ড লিজা আক্তার বিথী জানান, নাগর পদ থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে। থানা অফিসার ইনচার্জ সনাতন চন্দ্র সরকার জানান, কারাদন্ডপ্রাপ্ত সাজু মিয়াকে গতকাল শনিবার বগুড়া কারাগারে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ