বই পড়ুয়ারা কখনো বিপথে যেতে পারে না—কবি মোহাম্মদ আককাস আলী
মহাদেবপুর প্রতিনিধি:
দৈনিক মহাদেবপুরের খবরের সম্পাদক ও প্রকাশক, বরেন্দ্র সাহিত্য-সংস্কৃতি পরিষদের প্রতিষ্ঠাতা ও পরিচালক, জাতীয় দৈনিক অর্থদৃষ্টি পত্রিকার জেলা প্রতিনিধি কবি মোহাম্মদ আককাস আলী বলেছেন,বই পড়ুয়ারা কখনো বিপথে যেতে পারে না। যারা নিয়মিত বই পড়ে প্রতিদিন তারা নতুন,নতুন জ্ঞান সংগ্রহ করে। একজন জ্ঞানী ব্যক্তি কখনোই সমাজকে আকান্ত করতে পারে না। তিনি বলেন,আগের মত আর পাঠকেরা বই পড়ে না বলেই সমাজ আজ আকান্ত। তিনি সকলের প্রতি বই পড়ার আহবান জানান। রবিবার কবি মোহাম্মদ আককাস আলী তাঁর ৮ম আবিষ্কার “দুই বাংলার কাব্যগাঁথা ও গল্পকথা” বইটি কৃষিবীদ হোসাইন মোহাম্মদ এরশাদ আলীর হাতে তুলে দেয়ার আগে উপরোক্ত কথাগুলো বলেন।