অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নোতি পেলেন শিবগঞ্জের ইউএনও
(বগুড়া) প্রতিনিধি : বগুড়া ব্রাহ্মনবাড়িয়া জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নোতি পেয়েছেন বগুড়ার শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে উপ সচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়। এদিকে শিবগঞ্জের ইউএনও পদোন্নতি পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন, শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাব, মোকামতলা মডেল প্রেসক্লাব, শিবগঞ্জে সামাজিক সেচ্ছাসেবী সংগঠন আমাদের প্রয়াস নিরন্তর ( আপন) সহ উপজেলার বিভিন্ন ব্যবসায়ীক,সামাজিক ও রাজনৈতিক সংগঠন। উপজেলার ভরিয়া পূর্ব পাড়া গ্রামের মোহাম্মদ আলী জানান, আমি গরীব মানুষ। আমার বাড়ি আগুনে পুড়ে গিয়েছিলো। সে সময় ইউএনও স্যার খবর পেয়ে আমাদের নতুন ঘর করে দেন। আসবাব পত্র,পোষাক ও নগদ অর্থ দেন। আমরা এমন একজন জন বান্ধব সরকারি কর্মকর্তাকেই চেয়েছিলাম। রহবল হিন্দু পাড়া গ্রামের তারা বেগম জানান, গত বছর প্রচন্ড শীতে আমরা কষ্ট পাচ্ছিলাম ইএনও মহোদয় শোনার পর আমাদের শীতবস্ত্র প্রদান করেছেন। শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার জানান, আমি রাষ্ট্রের যে কোন সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য। আমার এই পদোন্নতির মাধ্যমে মানুষের সেবার দায়িত্ব বেড়ে গেলো। আমার নতুন কর্মস্থলে সাধারণ মানুষকে সঠিক সেবা যেনো দিতে পারি এজন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করছি।