আন্তর্জাতিক ডেস্কঃ ঘোলা মিলন মোড় জামে মসজিদে ওয়াকাফ বিরোধী বিলের জন্য বিভিন্ন আলাপ-আলোচনা হয় এবং জমিয়েতে উলামায়ে হিন্দ এর সদস্য সংগ্রহ ও জমিয়েতে উলামায়ে হিন্দের সেন্টাল ওয়ার্কিং কমিটি তৈরি করা, তৎসহ সেন্ট্রাল গভর্নমেন্ট কে দু কোটি মানুষের সিগনেচার পেট জমা দেওয়া হবে যাহাতে ওয়াকাফ বিল রিটার্ন নেয়,
উপস্থিত ছিলেন মগরাহাট এক নম্বর ব্লকের ১১টি অঞ্চলের সমস্ত ইমাম ও মোয়াজ্জেম তৎসহ সমস্ত আলেম ও বিশিষ্ট সমাজসেবী, জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি হাফেজ জাহাঙ্গীর সাহেব জমিয়াতে উলামায়ে হিন্দের সেক্রেটারি মাস্টার মাওলানা মনিরুল ইসলাম সাহেব মাস্টার সুজাউদ্দিন সাহেব মুফতি সাবির আলী কাসেমী সাহেব মোঃ লিয়াকাত হোসেন, ইমাম মোয়াজ্জেন মগরাহাট এক নম্বর ব্লক সভাপতি মাওলানা সাইফুদ্দিন সাহেব ইহা ছাড়া আরো বিশিষ্ট আলেম গন