ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
দৈনিক দিনের খবর পত্রিকার ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজশাহীর মোহনপুরে ওয়ার্ড কাপ ফুটবল টুর্নামেন্টে ফকিরপাড়া তরুণ সংঘ চ্যাম্পিয়ন বরেন্দ্র অঞ্চলে আমন ধানে ছত্রাক ও মাজরা পোকার আক্রমণে দিশেহারা কৃষকরা  লালপুরে চেয়ারম্যানের ছেলে সহ ইমো হ্যাক প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার ঘোড়াঘাটে ফুটপাত ও ড্রেন দখল প্রশাসনিক অবহেলায় বাড়ছে ভোগান্তি ভোটের শক্তিতেই পরিবর্তন, বন্দুকের ভয় নয় — প্রফেসর ড. সাইফুল ইসলাম কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ১৮ লাখ টাকার  চোরাচালানী পণ্য জব্দ দৌলতপুরে জমি নিয়ে বিরোধে সৎভাইয়ের হাতে যুবক খুন, আহত ৩ মিরপুর মালিহাদে বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত জাতীয় পার্টি ব্যতীত নির্বাচন হবে না বাংলাদেশে — দৌলতপুরে আলোচনা সভায় শাহরিয়ার জামিল জুয়েল

একযোগে বোয়ালমারীর ৮ ইউপি সচিবের বদলি

একযোগে বোয়ালমারীর ৮ ইউপি সচিবের বদলি

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের ৮২জন ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাকে (ইউপি সচিব) একযোগে বদলি করা হয়েছে। এর মধ্যে বোয়ালমারী উপজেলার ৯ ইউনিয়নের ৮জন ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাক (একজন দুই ইউপির দায়িত্বে ছিলেন) একযোগে বদলি করা হয়েছে। বদলিকৃত ৮ সচিবকে ফরিদপুর সদরসহ অন্যান্য উপজেলায় পাঠানো হয়েছে। ১৯ অক্টোবর পদায়নকৃত ইউনিয়ন পরিষদে তাঁরা যোগদান করেছেন। তবে কি কারণে একযোগে সকল ইউপি সচিবকে বদলি করা হয়েছে সে বিষয়ে কিছু বলা হয়নি। তবে আগামী নির্বাচনের কারণেই এ বদলি হয়েছে বলে জানা গেছে।

জানা যায়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে ফরিদপুর জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা গত ৯ অক্টোবর স্বাক্ষরিত এক চিঠিতে এ বদলির আদেশ দেন। চিঠিতে ১৯ অক্টোবরের মধ্যে সকলকে বদলিকৃত নতুন ইউনিয়নে যোগ দিতে বলা হয়।

বদলিকৃত সচিবদের মধ্যে, বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউপির মো. রিবুল হোসেনকে ফরিদপুর সদরের ঈশানগোপালপুর, সাতৈরের এসএম সিরাজুল ইসলামকে সদরের চরমাধবদিয়া, বোয়ালমারী সদরের তরুন সরকারকে ফরিদপুর সদরের ডিগ্রীরচর, শেখর ইউপির মো. বিল্লাল হুসাইনকে ফরিদপুর সদরের অম্বিকাপুর, দাপপুরের মো. রানা শেখকে ভাঙ্গার কালামৃধা, চতুলের উত্তম কুমার সাহাকে সালথার যদুনন্দী, পরমেশ্বরদীর মো. জাফর মোল্যাকে সালথার রামকান্তপুর, রূপাপাতের নির্মাণ সরকারকে নগরকান্দার লস্করদিয়া ইউনিয়নে বদলি করা হয়েছে।

এই ৮ জনের যায়গায় নতুন যোগ দিয়েছেন, ঘোষপুরে আফিয়া আক্তার, গুনবহায় জনি অধিকারী, পরমেশ্রদীতে মোহাম্মদ আলী সরদার, চতুলে মো. আজিজুল শেখ, শেখরে মো. ইখতেখার, ময়নায় মোহাম্মদ আলী, দাদপুরে মো. সাইফুল আলম, সাতৈরে সরোয়ার হোসেন, এবং রূপাপাতে মো. শফিকুল ইসলাম

এ বিষয়ে বদলিকৃত একজন প্রশাসনিক কর্মকর্তা বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখেই এই বদলি কার্যক্রম চালানো হয়েছে। যদিও নির্বাচনে আমাদের প্রভাব খাটানোর কিছু নেই।

শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল আহমেদ বলেন, আগের সচিব চলে গিয়ে নতুন সচিব যোগদান করেছেন। কি কারণে এ বদলি সে বিষয়ে তিনি কিছু বলতে পারেন নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী বলেন, জেলা প্রশাসক স্যার বদলি করেছেন। তবে কি কারণে একযোগে ৮২ জন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তাকে বদলি করা হয়েছে তা আমার জানা নেই। এক দুইজন হলে বলতে পারতাম। নির্বাচন উপলক্ষে এ বদলি কি না, জানতে চাইলে বলেন, সেরকম মনে হয়না। কারণ নির্বাচনে একজন ইউপি সচিবের তেমন কোন দায়িত্ব থাকে না।

 

 

Tag :
জনপ্রিয় সংবাদ

দৈনিক দিনের খবর পত্রিকার ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

একযোগে বোয়ালমারীর ৮ ইউপি সচিবের বদলি

আপডেট টাইম : ০৭:৪০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

একযোগে বোয়ালমারীর ৮ ইউপি সচিবের বদলি

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের ৮২জন ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাকে (ইউপি সচিব) একযোগে বদলি করা হয়েছে। এর মধ্যে বোয়ালমারী উপজেলার ৯ ইউনিয়নের ৮জন ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাক (একজন দুই ইউপির দায়িত্বে ছিলেন) একযোগে বদলি করা হয়েছে। বদলিকৃত ৮ সচিবকে ফরিদপুর সদরসহ অন্যান্য উপজেলায় পাঠানো হয়েছে। ১৯ অক্টোবর পদায়নকৃত ইউনিয়ন পরিষদে তাঁরা যোগদান করেছেন। তবে কি কারণে একযোগে সকল ইউপি সচিবকে বদলি করা হয়েছে সে বিষয়ে কিছু বলা হয়নি। তবে আগামী নির্বাচনের কারণেই এ বদলি হয়েছে বলে জানা গেছে।

জানা যায়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে ফরিদপুর জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা গত ৯ অক্টোবর স্বাক্ষরিত এক চিঠিতে এ বদলির আদেশ দেন। চিঠিতে ১৯ অক্টোবরের মধ্যে সকলকে বদলিকৃত নতুন ইউনিয়নে যোগ দিতে বলা হয়।

বদলিকৃত সচিবদের মধ্যে, বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউপির মো. রিবুল হোসেনকে ফরিদপুর সদরের ঈশানগোপালপুর, সাতৈরের এসএম সিরাজুল ইসলামকে সদরের চরমাধবদিয়া, বোয়ালমারী সদরের তরুন সরকারকে ফরিদপুর সদরের ডিগ্রীরচর, শেখর ইউপির মো. বিল্লাল হুসাইনকে ফরিদপুর সদরের অম্বিকাপুর, দাপপুরের মো. রানা শেখকে ভাঙ্গার কালামৃধা, চতুলের উত্তম কুমার সাহাকে সালথার যদুনন্দী, পরমেশ্বরদীর মো. জাফর মোল্যাকে সালথার রামকান্তপুর, রূপাপাতের নির্মাণ সরকারকে নগরকান্দার লস্করদিয়া ইউনিয়নে বদলি করা হয়েছে।

এই ৮ জনের যায়গায় নতুন যোগ দিয়েছেন, ঘোষপুরে আফিয়া আক্তার, গুনবহায় জনি অধিকারী, পরমেশ্রদীতে মোহাম্মদ আলী সরদার, চতুলে মো. আজিজুল শেখ, শেখরে মো. ইখতেখার, ময়নায় মোহাম্মদ আলী, দাদপুরে মো. সাইফুল আলম, সাতৈরে সরোয়ার হোসেন, এবং রূপাপাতে মো. শফিকুল ইসলাম

এ বিষয়ে বদলিকৃত একজন প্রশাসনিক কর্মকর্তা বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখেই এই বদলি কার্যক্রম চালানো হয়েছে। যদিও নির্বাচনে আমাদের প্রভাব খাটানোর কিছু নেই।

শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল আহমেদ বলেন, আগের সচিব চলে গিয়ে নতুন সচিব যোগদান করেছেন। কি কারণে এ বদলি সে বিষয়ে তিনি কিছু বলতে পারেন নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী বলেন, জেলা প্রশাসক স্যার বদলি করেছেন। তবে কি কারণে একযোগে ৮২ জন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তাকে বদলি করা হয়েছে তা আমার জানা নেই। এক দুইজন হলে বলতে পারতাম। নির্বাচন উপলক্ষে এ বদলি কি না, জানতে চাইলে বলেন, সেরকম মনে হয়না। কারণ নির্বাচনে একজন ইউপি সচিবের তেমন কোন দায়িত্ব থাকে না।