1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ী কামেনীর স্বামী ও ছেলে গ্রেফতার - dailynewsbangla
সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
রাত ও দিনভর ঝিরিঝিরি বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত রাত ও দিনভর ঝিরিঝিরি বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত নওগাঁর নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের  মতবিনিময় সভা আত্রাই উপজেলার ভাবানীপুর নন্দনালীতে বিয়ের একদিন পর স্বামী হারালেন নববধূ ইউএনও’র নাম ভাঙিয়ে ৩১ টন চাল আত্মসাতের চেষ্টা রক্ষক যখন নিজেই ভক্ষক বগুড়া বেকারত্ব মোচনে কাজ করছেন ঐতিহ্যবাহী  আকবরিয়া হোটেল বগুড়ায় ২ শহীদ পরিবারকে নগদ অর্থ প্রদান প্রদান করলেন জামায়াত বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের নেতা মিজান হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার বগুড়া গাবতলীতে জিয়াবাড়ি পরিদর্শন করলেন  নবাগত — জেলা প্রশাসক বগুড়া    ধামইরহাটে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগের দাবীতে মানববন্ধন

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ী কামেনীর স্বামী ও ছেলে গ্রেফতার

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ৪ জানুয়ারী, ২০২১

র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল অদ্য ০৪ জানুয়ারি ২০২১ ইং তারিখ বিকেল ১৬.৩০ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার সদর থানাধীন পৌরসভাস্থ চৌড়হাস ফুলতলা মোড়ে চৌধুরী নুরুন নাহার জেনারেল হাসপাতাল এর সামনে পাঁকা রাস্তার উপর’’ একটি মাদক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ইয়াবা ট্যাবেল-৭৩ পিচ, মোবাইল ফোন-০২টি, সীমকার্ড-০২টি সহ ০২ জন আসামী ১। মোঃ আবির হোসেন বিকেল (২৪), পিতা-মোঃ আজাদ, ২। মোঃ আজাদ, পিতা-মৃত নিয়ামত আলী সরদার, সাং চৌড়হাস ফুলতলা, থানা-সদর, জেলা-কুষ্টিয়া রদ্বয়’কে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীদ্বয়’কে কুষ্টিয়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, সিডিএমএস পর্যালচনা করে ১নং ধৃত আসামী মোঃ আবির হোসেন বিকেল (২৪) এর বিরুদ্ধে সর্বমোট ০৩টি মামলা রয়েছে যাহার ১। কুষ্টিয়া সদর থানার এফ আই আর নং-৪৭/৩১৯, তারখি- ২৪ জুলাই, ধারা- ৩৬(১) এর ১৯(ক) মাদকদ্রব্য নয়িন্ত্রণ আইন-২০১৮, ২। কুষ্টিয়া সদর থানার এফ আই আর নং-৬, তারখি-০৪ আগষ্ট ২০১৮, ধারা-১৯(১) এর ৩(খ)/২৫ ১৯৯০ সালরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ৩। কুষ্টিয়া সদর থানার এফ আই আর নং-১৫, তারখি-১১ এপ্রলি ২০১৮, ধারা- ১৯(১) এর ৯(ক) ১৯৯০ সালরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং ২নং আসামী মোঃ আজাদ (৫৫) এর বিরুদ্ধে সর্বমোট ০৫টি মামলা রয়েছে যাহার ১। কুষ্টিয়া সদর থানার এফ আই আর নং-৬, তারিখ-০২ ডিসেঃ ২০১৮, ধারা-১৯(১) এর ৩(ক)/২৫ ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২। কুষ্টিয়া সদর থানার এফ আই আর নং-২২, তারিখ-১৬ অক্টে ২০১৫, ধারা-১৯(১) এর ৩(খ)/১৯(১) এর ৩(ক)/১৯ (৪) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ৩। কুষ্টিয়া সদর থানার এফ আই আর নং-৮, তারিখ-০৬ অক্টে ২০১৫, ধারা-২৫-ই এর ১ (ই) ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন, ৪। কুষ্টিয়া সদর থানার এফ আই আর নং-২৯, তারিখ-২৫ জুন ২০১২, ধারা-২৫-ই এর ১ (ই) ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন, ৫। কুষ্টিয়া সদর থানার এফ আই আর নং-৪১, তারিখ-২৫ জানু ২০১২, ধারা- ৩৮৫/ ৩২৩/৫০৬/ ১১৪ পেনাল কোড-১৮৬০ ধারায় মামলা রয়েছে। উল্লেখ্য যে, এই ধরণের মাদক বিরোধী অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন মাদক, অস্ত্রধারী ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ