1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
পেনশন পাচ্ছে না অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী- প্রধানমন্ত্রীর নিকট খোলা চিঠি - dailynewsbangla
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
স্যালাইন পানি  নিয়ে পথচারী ও ভ্যান শ্রমিকদের পাশে চেয়ারম্যান প্রার্থী লিটু শরীফ নওগাঁয় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে  আলোচনা সভা অনুষ্ঠিত  বগুড়া আদমদীঘিতে উপজেলা নির্বাচনে ১০ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা বাঘা উপজেলার কাদিরপুর উচ্চ বিদ‍্যালয় মাঠে বৃষ্টির জন্য ইস্তেস্কার নামাজ আদায় বগুড়ায় ফেন্সিডিলসহ ২ জন  গ্রেফতার   ফরিদপুরের বোয়ালমারীতে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়  তীব্র তাপদাহে নগরীর ১০ টি পয়েন্টে স্যালাইনপানি বিতরণ করবে রাসিক দৌলতপুরে পূর্ব শত্রুতার জেরে  প্রতিপক্ষের উপর হামলা, আহত ৩ বগুড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে পথচারীদের বিশুদ্ধপানি ও খাবার স্যালাইন বিতরণ বোয়ালমারীতে ২০টি মাদক মামলার আসামি মাদকসহ গ্রেপ্তার

পেনশন পাচ্ছে না অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী- প্রধানমন্ত্রীর নিকট খোলা চিঠি

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ৯ জানুয়ারী, ২০২১

গোলাম কিবরিয়া পলাশঃ ময়মনসিংহ: ময়মনসিংহের সদর উপজেলার ৫নং সিরাতা ইউনিয়নের চর ভবানী পুর গ্রামের আব্দুল হাকিম মাস্টার অবসরপ্রাপ্ত ১জন সরকারী কর্মচারী। উনি ১৩ বৎসর যাবৎ চিকিৎসা ভাতা পাচ্ছে। কিন্তু পেনশন ভাতা পাচ্ছে না। এ বিষয়ে উনার সাথে কথা বলতে গেলে জানা যায়, উনি বলেন, আমি অনেক দিন যাবৎ চেষ্টা করতেছি, কিভাবে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে এ বিষয়টি জানাবো। আমার কথা গুলি কিভাবে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট পৌঁছাতে পারবো।

আমিসহ অনেকই অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারীগণের মধ্য হতে অনেকেই পেনশন ভাতা পাচ্ছে না। উনি আরও বলেন, অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারীগণের মধ্যহতে গুটা বাংলাদেশে অনেকেই আমার মতো ১২,১৩ বা ১৫ বৎসর যাবৎ শুধুমাত্র চিকিৎসা ভাতা পাচ্ছে কিন্তু পেনশন ভাতা পাচ্ছে না। এ সময় তিনি আরও বলেন, আপনাদের নিকট আকুল আবেদন আমিসহ অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারীদের কথা গুলি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট পৌঁছাতে চেষ্টা করুন। এক পর্যায়ে তিনি কেঁদে ফেলেন। কেঁদে কেঁদে সাংবাদিদের বলেন আমার আবেদনটি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট পৌঁছিয়ে দিন।

খুব কষ্টে আছি। সংসার পরিচালনা করতে আমাদের অনেক বেগ পোহাতে হচ্ছে। কষ্টসাধ্য হয়ে পড়ছে আমাদের দিন যাপন করার ব্যবস্থা। প্লীজ আমাদের কথা গুলি পৌছিয়ে দিন। এর উপর ভিত্তি করে উনার খোলা চিঠিটি সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট পৌঁছাতে হুবহু চেষ্টা করতে সকলের সহযোগিতা চান তিনি।


বরাবর,
শেখ হাসিনা,
মাননীয় প্রধানমন্ত্রী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

বিষয়ঃ অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারীগণের পেনশন ভাতা প্রদান প্রসঙ্গে।

মহাত্মন,
যথা বিহীত বিনীত নিবেদন এই যে, মোঃ আব্দুল হোকিম পিতাঃ মৃত, হাসেন আলী সরকার, গ্রামঃ চর ভবানী পুর, পোঃ চর খরিচা বাজার, ৫নং সিরতা ইউনিয়ন, উপজেলা সদর, জেলাঃ ময়মনসিংহ। আমি একজন অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী, ১৩ বৎসর যাবৎ শুধুমাত্র চিকিৎসা ভাতা পাইতেছি। কিন্তু কোন প্রকার পেনশন পাচ্ছি না। এতে আমার পরিবারের লোকজন নিয়ে খাদ্য, বস্ত্র, বাসস্থানসহ সংসার পরিচালনা করতে অনেক কষ্টসাধ্য হয়ে পড়ছে। নানান জটিল সমস্যায় পড়েছি। অভাব অনটনে পড়ে নিজের পরিবার নিয়ে ধংশের দিকে এগিয়ে যাচ্ছি। খুঁজ নিলে দেখা যাবে আমার মতো আরও অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারীগণ ১২ বৎসর যাবৎ শুধুমাত্র চিকিৎসা ভাতা পাইতেছে। কিন্তু পেনশন পাচ্ছে না। এমতাবস্থায় মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আবেদন যে আমিসহ যারা পেনশন পাচ্ছে না। তাহারও যেন পেনশন ভাতা পায়।

সে মতে, মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন এই যে, আমি ও আমার বাংলাদেশের অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারীদের চিকিৎসা ভাতা ছাড়াও পেনশন ভাতা পাই। এর একটা বাজেট প্রদান করতঃ আমাদের পরিবার পরিজনদের নিয়ে দুঃখ কষ্ট দূর করে সুখে সাচ্ছন্দ্যে দিন যাপন করতে পারি, সেই আদেশের জন্য পেনশন ভাতার অনুমোদন দিতে বিশেষ ভাবে অনুরোধ করছি।

বিনীত নিবেদক,
মোঃ আব্দুল হাকিম
অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী সমিতি,
সদস্য নংঃ ২৩৫
পিতাঃ মৃত: হাসেন আলী সরকার,
গ্রামঃ চর ভবানী পুর,
পোঃ চর খরিচা বাজার,
ইউনিয়নঃ ৫নং সিরতা,
উপজেলাঃ কোতোয়ালী,
জেলাঃ ময়মনসিংহ।
মোবাঃ ০১৯৬০-৪৪৫৫৭৬

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ