কৃষক লীগের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে প্রস্তুত থাকতে আহ্বান জানিয়েছেন: উম্মে কুলসুম স্মৃতি।
সোমবার সকাল ১১:০০ টায় বাংলাদেশ কৃষক লীগের উদ্যোগে ২৩, বঙ্গবন্ধু এভিনিউ বাংলাদেশ আওয়ামী লীগের কার্যালয়ের সামনে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারী বিএনপি কর্তৃক ভোটারবিহিন ষড়যন্ত্রের প্রহসনমূলক একতরফা নির্বাচনের প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ । সঞ্চালনা করেন বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি।
বাংলাদেশ কৃষক লীগের সভাপতি তার বক্তব্যে বলেন, ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারী বিএনপির ষড়যন্ত্রের প্রহসনমূলক নির্বাচন যেভাবে জননেত্রী কৃষকরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ কৃষক লীগের নেতৃবৃন্দ ও কৃষক সমাজ প্রতিহত করেছিল তেমনিভাবে আগামীতে বিএনপি- জামাত এর সমস্ত ষড়যন্ত্র রুখে দিতে এবং কৃষকরত্ন জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী রাখতে তৃণমূলে সারা বাংলাদেশের কৃষক লীগের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে প্রস্তুত থাকতে আহ্বান জানিয়েছেন ।
বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি বলেন, খুনি জিয়া সহ বঙ্গবন্ধু হত্যাকারী এবং পাকিস্তানের এজেন্ট বাস্তবায়নকারী সমস্ত ষড়যন্ত্রকারীদের রাষ্ট্রিয় পদক বাতিলের জন্য জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) এর প্রতি আহ্বান জানান। এব্যাপারে তিনি সারা দেশের কৃষক লীগের নেতাকমীদের ঐক্যবদ্ধ থাকতে অনুরোধ করেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক লীগের সহ-সভাপতি আলহাজ্জ শেখ মোঃ জাহাঙ্গীর আলম, আলহাজ্জ আকবর আলী চৌধুরী, হোসনে আরা বেগম এমপি, এম.এ ওয়াদুদ, আব্দুল লতিফ তারিন, কৃষিবিদ ড. নজরুল ইসলাম, এ্যাড. রেজাউল করিম হিরন, যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. গাজী জসিম উদ্দিন, আসাদুজ্জামান বিপ্লব, সৈয়দ সাগিরুজ্জামান শাকীক, অধাপক নাজমুল ইসলাম পানু, হিজবুল বাহার রানা, অর্থ সম্পাদক আলহাজ্জ নাজির মিয়া, দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আব্দুস সালম বাবু, ঢাকা জেলা দক্ষিণের সভাপতি আবু জাফর জাকিউদ্দিন আহম্মেদ রিন্টু, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক আব্দুর রব খান, ঢাকা জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, ঢাকা জেলা উত্তর এর বৃক্ষরোপন কমিটির আহ্বায়ক মহসিন করিম, সদস্য সচিব আহসান হাবিব।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের সম্পাদক মন্ডলির সদস্য এ্যাড. জহির উদ্দিন লিমন, ডা. মজিবুর রহমান মিয়াজী, লায়ন আহসান হাবিব, এফতেখার হোসেন দুলু, শামসুদ্দিন আল আজাদ, শামীমা সুলতানা, আলফাজ উদ্দিন, ইসহাক আলী সরকার, আজমল হোসেন, নুরুল ইসলাম বাদশা, সৈয়দ শওকত হোসেন সানু, রাশিদা চৌধুরী, এ্যাড. জামাল হোসেন মুন্না, সামিউল বাসির সামি, আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের জাতীয় পরিষদের সদস্য কৃষ্ণ গোপাল পাল, মোতাহের হোসেন বাবুল, খান মোঃ সাইফুল ইসলাম নকিব, দিলিপ অধিকারী, উম্মে মারিয়া মায়া, সালাউদ্দিন কাওসার প্রমূখ। এরপর মিছিলটি ২৩, বঙ্গবন্ধু এভিনিউ থেকে শুরু করে নগরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে খদ্দরবাজার মার্কেটের সামনে এসে শেষ হয়।