রেজা মমাহমুদ,নীলফামারী জেলা প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনে লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ার এর নবনির্বাচিত কর্মকর্তাদের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ মার্চ) বিকেলে শহরের কয়ানিজ পাড়াস্থ সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ চত্বরে এ অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের গভর্ণিংবডির সভাপতি ও সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়ন মোখছেদুল মোমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এর ২ বাংলাদেশ এর গভর্নর লায়ন কামরুন নাহার পিএমজেএফ এবং বিশেষ অতিথি ছিলেন সদ্য প্রাক্তন জেলা গভর্ণর মোহাম্মদ ফখরুদ্দিন পিএমজেএফ, গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ২য় ভাইস জেলা গভর্নর লায়ন মো. জালাল আহমেদ এমজেএফ।
এছাড়াও অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এর ২ বাংলাদেশ এর চীফ কো-অর্ডিনেটর লায়ন ইঞ্জিনিয়ার মো. আব্দুল ওহাব কেবিনেট সেক্রেটারি লায়ন আনিছুর রহমান এমজেএফ, কেবিনেট ট্রেজারার লায়ন মহসিন ইমাম চৌধুরী পি এম জেএফ, লায়ন্স স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান প্রবীন লায়ন নজরুল ইসলাম।
ক্লাবটির নতুন সদস্য সিনিয়র সহকারী শিক্ষক জহুরুল ইসলাম মীরকে শপথ বাক্য পাঠ করান লায়ন মো. জালাল আহমেদ। পরে লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের নবনির্বাচিত সভাপতি সহকারি অধ্যাপক লায়ন ফারুক আহমেদ, সেক্রেটারি প্রধান শিক্ষক লায়ন আব্দুল লতিফসহ অন্যন্য কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এর ২ বাংলাদেশ এর জেলা গভর্নর কামরুন নাহার পিএমজেএফ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এর ২ বাংলাদেশ এর রিজিয়ন চেয়ারপার্সন সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের কিন্ডার গার্টেন শাখার সভাপতি লায়ন সাংবাদিক আমিনুল হক। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের সহকারি অধ্যাপক মো. ফারুক আহমেদ ও সহকারি শিক্ষিকা বিলকিছ বানু।
এর আগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষার্থী সৈতি ও তার দল দলীয় সংগীত এবং ৮ম শ্রেণির ছাত্রী ইশামনি এককভাবে নৃত্য পরিবেশন করে।